অসুস্থ স্ত্রীকে দেখতে এসে শ্বশুরবাড়ির হামলায় মেয়ের জামাই গুরুতর আহত!

0
84

নিজস্ব প্রতিনিধি আমার সিলেট ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের পশ্চিম কাজিরগাও এলাকার এক স্বামী শ্রীমঙ্গল উপজেলার পাশ্চিম ভাড়াউড়া এলাকার শশুর বাড়িতে অসুস্থ্য স্ত্রীকে দেখতে আসলে শ্যালক” শশুর ও শাশুড়িসহ স্বজনদের মারপিটে গুরুতর আহত হয়ে এখন চিকিৎসাধীন একটি হাসপাতাল।
আহত ব্যক্তির নাম আব্দুস সালাম তালুকদার (২৭) পিতা-আব্দুল ওয়াহিদ, সাং-পশ্চিম কাঁজীর গাঁও, থানা-মৌলভীবাজার সদর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আহত ভিকটিম সালাম’র স্ত্রী অসুস্থ্য হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাহার শশুর জাহাঙ্গীর মিয়া, শাশুড়ি দুলি বেগম ও শ্যালক তানভির আহমদ মিলে ভিকটিম আব্দুস সালাম তালুকদারকে মারপিটসহ ধারালো দা দিয়া প্রানে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আহত আব্দুস সালাম এর ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করলে শ্রীমঙ্গল থানায় মামলা রুজু হয়।
পরে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই এহসানুল হক হীরা অভিযান চালিয়ে ভিকটিম আব্দুস সালাম এর শশুর মামলার মূল আসামী জাহাঙ্গীর মিয়া (৫০), পিতা-মৃত বাশি মিয়া, সাং-পশ্চিম ভাড়াউড়া রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন।

পরে আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন বলে পুলিশ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here