অভিনব কায়দায় বালু ভর্তি ট্রাকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য!

0
170
অভিনব কায়দায় বালু ভর্তি ট্রাকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য!
আটক ট্রাক জৈন্তাপুর থানায় নিয়ে আসার পর শ্রমিকদের মাধ্যমে বালু আনলোড করে ট্রাকের বডীতে সুকৌশলে (পলিথিন ও তেরপাল) ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেট্রিক্সের ৩১ বস্তার (কিট) চালান উদ্ধার।

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে বালু বোঝাই ট্রাক হতে প্রায় ৩১ বস্তা (কিট) প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় কসমেট্রিক্স সহ ১জন আটক করে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে যানাযায়, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাকের চালক সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন (২৭) কে আটক করা হয়।

অভিনব পদ্ধতিতে বালু বোঝাই ট্রাক হতে প্রায় ৩১ বস্তা (কিট) প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় কসমেট্রিক্স সহ ১জন আটক
অভিনব পদ্ধতিতে বালু বোঝাই ট্রাক হতে প্রায় ৩১ বস্তা (কিট) প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় কসমেট্রিক্স সহ ১জন আটক।

আটক ট্রাক থানায় নিয়ে আসার পর সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রব এর উপস্থিতিতে শ্রমিকদের মাধ্যমে বালু আনলোড করে ট্রাকের বডীতে সুকৌশলে (পলিথিন ও তেরপাল) ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেট্রিক্সের ৩১ বস্তার (কিট) চালান উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে, চোরাই মালামাল পরিবহনের জন্য ঢাকা- মেট্রো-ট-২২-৭৫৯২ ট্রাক জব্দ করা হয়।

ছবি প্রতিবেদক

সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন “গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে ভারতীয় কসমেট্রিক্স জাফলং হতে ঢাকা নিয়ে যাওয়ার পথে ট্রাকসহ ১জন আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে” বলে তিনি জানান। এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অভ্যহত রেখেছে বলেও জানালেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here