Thursday 26th of November 2020 09:17:31 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র , ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী নড়াইলে পালিত

নড়াইল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র , ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। আজ বুধবার নড়াইল পৌর মেয়র ও নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্ফমাল্য অর্পন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর মেয়রের অস্থায়ী কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্ফমাল্য অর্পন করেন নড়াইল পৌরসভার মেয়র ও নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ তরু,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা।

পরে নড়াইল আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ এবং ভওয়াখালী রহিমা বেগম হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রতিনিধিঃ  করোনার কারণে সীমিত আকারে নড়াইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে সামাজিক দুরত্ব ও নিরাপত্তা  মেনে সকাল  সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি  শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের ও প্রয়াত নেতা কর্মিদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জাসহ সকল করোনা আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনাসহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা কার্যালয়ের সামনে বকুল গাছের চারা রোপন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সব কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আঞ্জুমান আরা,জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিঃ মোঃ খশরুল আলম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে জেলা  আওয়ামীলীগ ও এর বিভিন্ন ইউনিট  কর্তৃক জেলার বিভিন্ন স্থানে করোনা সংক্রামন প্রতিরোধে করনীয় সম্পর্কে জনসচেতনতামুলক প্রচারনা,মাস্ক, জিবানুনাষক সাবান ও লিফলেট বিতরণ,বৃক্ষরোপন ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

  

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc