Wednesday 2nd of December 2020 04:19:51 PM

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক নওগাঁর উদ্যোগে উপজেলা প্রশাসন আত্রাই এর বাস্তবায়নে ‘নো হেলমেট নো বাইক’ বিষয়ক আলোচনা , লিফলেট বিতরণ, বিভিন্ন যানবাহন হতে তীর্যক আলোর এলইডি বাল্বের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রেল স্টেসন , সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর বাজার, আহসানগঞ্জ বাজার,বেলি ব্রিজের মোড়সহ বিভিন্ন স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় দুইশতাধীক মটর বাইক,চার্জার গাড়ী, ভ্যান গাড়ী,শ্যালো ভটভটি হতে এলইডি লাইট ভেঙ্গেফেলা হয়। সেইসাথে সতর্ক করা হয় হেলমেট বিহীন মটর বাইক এবং আগামী ৩০ নভেম্বরের পর যানবাহনে এলইডি লাইট দেখতে পেলে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান কালে ‘নো হেলমেট নো বাইক’ লিখা স্টিকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো.ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ইনিসটাকটর কবি ফররুখ আহম্মেদ, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন, আত্রাই থানা স্টাফ, স্কাউটস সদস্যবৃন্দ প্রমুখ।

  

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc