Monday 30th of November 2020 10:59:33 AM

মুহাম্মদ আশরাফুল খাঁন,শ্রীমঙ্গল থেকে:  শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণে করণীয় শীর্ষক সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ এর সপ্তাহ ব্যাপী জেলার ৭ টি উপজেলায় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার উপজেলা শহরে চৌমুহনা চত্বরে দুপুরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সচেতন নাগরিক মঞ্চ প্রাঙ্গণে  শেখ বোরহান উদ্দিন (রা) সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম.মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং (বিআইএস) এর করোনা মৃত ব্যাক্তির দাফন কাফন টিম এর টিম লিডার মুহাম্মদ আশরাফুল খান রুহেল এর সঞ্চালনায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুস সালেক ও তদন্ত অফিসার সোহেল রানা,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিমান বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার  ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম এ সালাম ,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম পত্রিকার সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, সাংবাদিক কৃষক আব্দুল মজিদ,সাংবাদিক জলক দেবসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামি সোসাইটির যুগ্ম সমাজ কল্যাণ সচিব মোঃ ফয়েজ আহমদ, (বিআইএস) এর করোনা মৃত ব্যাক্তির দাফন কাফন টিমের সদস্য ইয়াসিন তালুকদার, সোহেল আহমদ, সায়েদ আহমদ, মোঃ রেজাউল করিম সাকিব, হাফিজ আহমদ জোবায়ের।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়৷ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মোতাবেক সচেতন থাকার ও কোরবানিকৃত পশুর বর্জ নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ কে দুষনের হাত থেকে রক্ষা করার আহবান জানানো হয়।

  

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc