Tuesday 20th of October 2020 05:47:56 AM

কালাপুর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন গ্রীন কালাপুর কর্তৃক কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজ শুক্রবার বিকালে ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়,টীম দুটি হলো ৭ নং ওয়ার্ড হাজীপুর ১নং ওর্য়াড সিরাজ নগর । দুটি দলের মধ্যেই তুমুল টান টান উত্তেজনা পূর্ণ খেলা চলে । খেলার ১৫ মিনিটের মাথায় ৭ নং
ওয়ার্ড ১ গোলে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করে সোহাগ কিন্তু খেলার ৩০ মিনিটের মাথায় ১ নং ওর্য়াডের দলনেতা সাজিম কর্ণার কীক থেকে দূর্দান্ত ১ গোলে ম্যাচের সমতায় ফিরায় এবং ম্যাচে চরম উত্তেজনা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু খেলা শেষ হওয়ার আগমুহূর্তে ৭ নং ওয়ার্ড দলনেতা ইমরান গোলকরে দলকে জিতিয়ে ২য় রাউন্ডে নিয়ে যায়।
আজকের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন আনিসুল ইসলাম আশরাফী প্রধান সম্পাদক আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম ও সহ সভাপতি গ্রীন কালাপুর, মনির মিয়া ও ৬ নং ওর্য়াডের সদস্য ফিরোজ মিয়া। খেলার ফলাফল ২-১ গোলে জয়ী ৭নং ওর্য়াড।আজকের খেলা পরিচালনা করেন সুর্দশন দাস, মিজানুর রহমান ও আবুল কাসেম ।খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৭ নং ওর্য়াডের দলনেতা ইমরান ।ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলেদেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বিমল দেব, আবদুল মজিদ,দেলোয়ার মামুন, সালেহ আহমেদ, শিপুল চৌধুরী, কামরুল হাসান প্রমুখ। আগামীকালের ম্যাচ একই ইউনিয়নের ৫ নং ওর্য়াড বনাম ৮ নং ওয়ার্ড।

কালাপুর প্রতিনিধিঃ  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন গ্রীন কালাপুর কর্তৃক মাদক বিরোধী সচেতনতা তৈরির প্রত্যয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ আজ বৃহস্পতিবার বিকালে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়,টীম দুটি হলো ৯ নং ওয়ার্ড নয়ান শ্রী ৬ নং ওয়ার্ড মাজডিহি । দুটি দলের মধ্যেই টান টান তুমুল উত্তেজনা পূর্ণ খেলা চলে । খেলার ২০ মিনিটের মাথায় ৬ নং ১গোলে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করে তাজু মিয়া কিন্তু খেলার ৫৫ মিনিটের মাথায় ৯ নং ওয়ার্ড নয়ানশ্রী দূর্দান্ত ১ গোলে ম্যাচের সমতায় ফিরিয়ে দলের পক্ষে গোল করে খেলোয়াড় রুমন ।
আজকের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন কালাপুর ইউনিয়নের ,৫নং ওর্য়াডের সদস্য মনির মিয়া ও ৬ নং ওর্য়াডের সদস্য ফিরোজ মিয়া। খেলার ফলাফল ১-১ গোলে ড্র । আজকের খেলা পরিচালনা করেন সুর্দশন দাস, মিজানুর রহমান ও আবুল কাসেম ।খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৯ নং ওর্য়াড নয়ান শ্রী’র আব্দুল্লাহ। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন গ্রীন কালাপুরের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাকেদুর রহমান ও সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান লোবন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বিমল দেব, আবদুল মজিদ,দেলোয়ার মামুন, সালেহ আহমেদ, শিপুল চৌধুরী, কামরুল হাসান প্রমুখ। আগামীকাল (শুক্রবার) বিকালে অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ড বনাম ৭ নং ওয়ার্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালাপুর প্রতিনিধি:  আজ বুধবার (১৪ অক্টোবর) গ্রীন কালাপুর ফুটবল টুর্নামেন্টের পঞ্চম  ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়। টীম দুটি হলো ৫নং কালাপুরের ৩নং ওর্য়াড কালাপুর  বনাম ৫নং ওর্য়াড ভাগল পুর, মীর নগর ও মনারগাও, দুটি দলের মধ্যেই উত্তেজনা পুর্ন  লড়াই চলছিল কিন্তু খেলার ৪৫ মিনিটের মাথায়  কালাপুর জয় সুচক গোল করে নেয়। কালাপুরের পক্ষে গোল করে দলনেতা সৌরভ। ৫ নং ওর্য়াড কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কালাপুরের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যের কারণে।

আজকের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান  মুজিবুর রহমান মুজুল আরো উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের ৩ং ওর্য়াডের সদস্য মুজিবুর রহমান,৫নং ওর্য়াডের সদস্য মনির মিয়া ও ৬ নং ওর্য়াডের সদস্য ফিরোজ মিয়া।আজকের  খেলার ফলাফল কালাপুর ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, আবুল কাসেম ও সুর্দশন দাস।খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কালাপুরের দলনেতা সৌরভ  আহমেদ।

ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন গ্রীন কালাপুরের সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক,ও amarsylhet24.com পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ  মকবুল হাসান ইমরান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বিমল দেব, আবদুল মজিদ,দেলোয়ার মামুন, তুহিন চৌধুরী মিজানুর রহমান, সাকেদ আহমেদ, সালেহ আহমেদ প্রমুখ।  আগামীকাল বৃহস্পতিবারের ম্যাচ ৬ নং ওর্য়াড মাজডিহি বনাম ৯ নং ওয়ার্ড নয়নশ্রী।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন গ্রীন কালাপুর এর উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

কালাপুর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের অরাজনৈতিক সংস্থা “গ্রীন কালাপুর” ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয় টীম দুটি হলো ৪ নং ওয়ার্ড মাজডিহি বাগান ও ৭ নং ওয়ার্ড হাজীপুর । দুটি দলের মধ্যেই আক্রমণ পালটা আক্রমণ ছিলো কিন্তু খেলার দুটি দলের জয়ের সম্ভাবনা থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই।

৪ নং ওয়ার্ড মাজদিহি তাদের নামের সাথে সুবিচার করতে পারেনি কারণ উদ্বোধনী ম্যাচে তাঁরা শক্তিশালী ১ নং ওয়ার্ডকে ৪-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছিলো। ওপর পক্ষে ৭ নং ওয়ার্ড খেলায় অসাধারণ নৈপুণ্যে দেখিয়েছে । বিশেষ করে ৭ নং ওয়ার্ডের দলনেতা মোহাম্মদ ইমরান দারুন খেলে দর্শক মন জয় করে নিয়েছে। পরিশেষে গোল ০ খেলার পরিসমাপ্তি ঘটে। খেলার ফলাফল ৪ নং ওর্য়াড ০ ৭ নং ওর্য়াড ০ গোলে ড্র করে। ম্যাচ পরিচালনা করেন আবুল কাসেম, মিজানুর রহমান ও রুমিন আহমেদ।

আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৭ নং ওর্য়াডের ডিফেন্ডার হেলাল আহমেদ । ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাই। আগামীকালের ম্যাচ ৫ নং ওর্য়াড বনাম ৩ নং ওর্য়াড।

এসময় আরো উপস্থিত ছিলেন দেলওয়ার মামুন,আবদুল মজিদ,মকবুল হাসান ইমরান ,তুহিন চৌধুরী,সালেহ আহমেদ ও কামরুল হাসান প্রমুখ।

কালাপুর প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে “গ্রীন কালাপুর” সংস্থার উদ্যোগে আয়োজিত মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইনের উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আজ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়। টীম দু’টি হলো ২ নং ওয়ার্ড লামুয়া ও ৯ নং ওয়ার্ড নয়নশ্রী। দু’টি দলের মধ্যেই আক্রমণ পালটা আক্রমণ ছিলো দেখার মত। কিন্তু খেলায় দু’টি দলেরই জয়ের সম্ভাবনা থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোন দলই। দুই দলের গোলরক্ষদের অসাধারণ নৈপুণ্যের কারণে কারো বল গোল পোস্টে প্রবেশ করাতে পারেনি।

পরিশেষে গোল ০ খেলার পরিসমাপ্তি ঘটে। খেলার ফলাফল ২ নং লামুয়া ওর্য়াড ০ ৯ নং ওর্য়াড নয়নশ্রী ০ গোলে ড্র করে। আজকের খেলা পরিচালনা করেন সুর্দশন দাস আবুল কাসেম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ২নং ওয়ার্ড লামুয়া গ্রামের দলনেতা মোহাম্মদ রিমন। আগামীকালের ম্যাচ ৪ নং ওয়ার্ড বনাম ৭ নং ওর্য়াড। ধারণা করা হচ্ছে আগামী কালকের খেলাতে ও হাড্ডাহাড্ডি লড়াই হবে।
উল্লেখ্য গ্রীন কালাপুর একটি অরাজনৈতিক সংগঠন, মাদকের বিরুদ্ধে যুবসমাজকে একত্রিত করে মাদক মুক্ত কালাপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

কালাপুর প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন “গ্রীন কালাপুর” ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আজ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়। টীম দুটি হলো ৫নং কালাপুরের ৩নং ওর্য়াড কালাপুর বনাম ৮ং ওর্য়াড বরুণা দুটি দলের মধ্যেই তুমুল লড়াই চলে আসছিল। কিন্তু খেলার প্রথমে কালাপুর একটি সুযোগ পায় আর সেই সুযোগ কাজে লাগিয়ে কালাপুর গোল আদায় করে নিয়ে প্রথম হাফএনআওয়ার শেষ করে।

কালাপুরের পক্ষে গোল করে দলনেতা সৌরভ। দ্বিতীয় হাফএন আওয়ারে তুমুল লড়াই চলে, বরুণা কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কালাপুরের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যের কারণে। এভাবেই খেলার পরিসমাপ্তি ঘটে।

খেলার ফলাফল কালাপুর ১-০ গোলে জয়লাভ করে। আজকের খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, আবুল কাসেম ও সুর্দশন দাস।খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কালাপুরের গোলরক্ষক তোফায়েল আহমেদ। আগামীকালের ম্যাচ ২নং ওর্য়াড লামুয়া বনাম ৯নং ওর্য়াড নয়ন শ্রী।

পুর্বের সংবাদের লিঙ্ক দেখুন

শ্রীমঙ্গলে ‘গ্রীন কালাপুর’ সংস্থার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্গত কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে “মাদককে না বলি সুখী সমৃদ্ধ জীবন গড়ি” এই শ্লোগানের প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন হলো “গ্রীন কালাপুর ফুটবল টুর্নামেন্ট-২০২০” ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশিক সিনিয়র এএসপি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতলিব।সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাই। উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া,জেলা প্রশাসক সদস্য মশিউর রহমান রিপন, ইউপি সদস্য ফিরুজ মিয়াসহ থানাও জেলা ক্রীড়া সংস্থার শীর্ষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘গ্রীন কালাপুর’ সংস্থার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ কারী একটি দল।

এতে সভাপত্বি করেন গ্রীন কালাপুরের সভাপতি জাকারিয়া আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রীন কালাপুরের সম্পাদক দেলওয়ার মামুন। খেলায় ১ নং ওর্য়াড বনাম ৪ নং ওর্য়াড মুখোমুখি হয়। ৪ নং ওর্য়াড ৪-১ গোলে জয়লাভ করে। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় ৪ নং ওর্য়াডের আকাশ।

‘গ্রীন কালাপুর’ সংস্থার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী অপর দল।

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত কালাপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) বিকালে বন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কালাপুর ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়।

শেখ রুমান আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বন্ধু সমাজকল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমেদ,অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৫নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,মোঃ ছায়েদ আলী প্রতিষ্টাতা সভাপতি স্বপ্নের ডেউ ফাউন্ডেশন,তরুণ সমাজ সেবক হাফিজুর রহমান চৌধুরী তুহিন,মৌলভীবাজার মহিলা ফুটবল দলের কোচ সালেহ আহমেদ,আওলাদ মিয়া,সাংবাদিক আব্দুল মজিদ ও অলকসহ স্থানীয় গণ্যমান্য প্রমুখ ব্যাক্তিবর্গ ।

বেনাপোল প্রতিনিধি:  যশোরের শার্শার নাভারনের ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছির ৫১ বছর।
বুধবার দিনগত রাত দেড় টার সময় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিলের সেজ ভাই ও বারিপোতা গ্রামের মৃত রবিউল ইসলাম সরদার এর ছেলে। ফুটবল খেলোয়াড় মেহেদী হাসান গগা বেনাপোল ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মেজ ভাই নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল জানান, গগা বুধবার রাতে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তখনি দেরি না করে তাকে চিকিৎসার জন্য যশোরের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে পৌঁছালে রাত দেড়টার সময় রাস্তায় গাড়িতেই সে মৃত্যু বরন করেন।

বৃহস্পতিবার বাদ আসর সরদার বারিপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয় ।
মরহুমের জানাজায় নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব সালে আহম্মেদ মিন্টু, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, শার্শা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশ নেন।

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় রবিবার (২৮জুন) সাড়ে ৫ টার সময় নবীগঞ্জ উপজেলার নিজ আগনা গ্রামের আজিজ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (৩২), বাড়ীর পাশে মাঠে বন্ধুদের সাথে ফুটবল  খেলার সময় হঠাৎ বুকের মাঝে ব্যথা অনুভব করেন।এ অবস্থায় পরিবারের লোকজন সিএনজি যুগে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সাদ্দাম মিয়া।
পরবর্তীতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে নিশ্চিত করেন।মৃত্যুর খবর শুনে আত্বীয় স্বজন এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধিঃ জুড়ী উপজেলার পুর্বজুড়ী ইউপির নয়াবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে নাসির উদ্দিন আহমেদ নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট।
নক আউট প্রাইজমানি টুর্নামেন্টের এ আসরে সিলেট বিভাগের মোট ৩২ টি দল অংশ গ্রহন করছে।
নয়াবাজার ঈদগাহ সংলগ্ন মাটে আজ জাঁকজমকপূর্ণ বর্নাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয় জনপ্রিয় জমজমাট ফুটবল টুর্নামেন্টের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ছালেহ উদ্দিন আহমেদ, বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক মইনুল ইসলাম মইন, ইউপি সদস্য মাসুক আহমদ, ইউপি সদস্য রেনু মিয়া প্রমূখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম ওসমান : শার্শায় ৮দলীয়  নকআউট ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রায়ব্রেকারে ৫-৪ গোলে তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে।
বৃহষ্পতিবার বিকালে নাভারন খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশ বনাম তালা ফুটবল একাদশ অংশ গ্রহন করে ১-১ গোলে সমতা আনে।
খেলা শেষে অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। পরবর্তীতে ট্রায়ব্রেকারে ৫-৪ গোলে তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে।
উক্ত খেলায় সেরা গোল দাতার সম্মান অর্জন করে তালা ফুটবল একাদশের আতিক হাসান। ম্যান অব দ্যা ম্যাচ হন। রাইহান ম্যান অব দ্যা ম্যাচ হন মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশের রাইহান।
এ সময় আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক, শার্শা থানার অফিসার ইনচার্য আতাউর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাবেক খেলোয়াড় দিলিপ কুমার রায়,  রুহুল কুদ্দুস কটা, শরিফুল ইসলাম শরিফ, সোহারাব হোসেন, সেলিম রেজা প্রমুখ।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দু-পক্ষের সংর্ষষে ১৫জন আহত হয়েছে। গুরুত্ব আহতরা হলেন,রাদেন মিয়া (১৮),আবুল বাসার(২৬),রহমত আলী(৩২),আনিস মিয়া প্রমূখ। তাদের মধ্যে আবুল বাসারকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। অন্যানদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এঘটনায় গফুর মিয়া বাদি হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া খেলার মাঠে গত সোমবার(০২,০৯,১৯)বিকালে দক্ষিন বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের শাহপরান মিয়ার ছেলে রাদেন মিয়ার সাথে একেই গ্রামের শাসছু মিয়ার ছেলে মিয়া হোসেন সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শাসছু মিয়া,আক্তার মিয়া,জাকির হোসেন,ধন মিয়া,রাজ্জাক মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে বড়ছড়া আব্দুর রশিদ মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লটুপাট চালায়।

তাদের বাধা দিলে রাদেন মিয়া(১৮),আবুল বাসার(২৬),রহমত আলী(৩২),আনিস মিয়ার উপর এলোপাতারী দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত শুরু করলে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে মামলার বাদি গফুর মিয়া জানান,বাড়ি ঘরে হামলা চালিয়ের ভাংচুর ও লুটপাটের ঘটনার পরপর ট্যাকেঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা এসে সরজমিনে দেখে গেছেন। ৩দিন হলেও মামলাটি এফআইআর হয় নি। আমি ন্যায় বিচার চাই। প্রশাসনের সহযোগীতা চাই।

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত্য কর্মর্কতা আতিকুর রহমান জানান,অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তর্দন্ত চলছে। মামলাটি প্রক্রিয়াধিন।

জাহাঙ্গীরআলম ভূঁইয়া,তাহিরপুর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা বাদাঘাটে (২সেপ্টেম্বর )সোমবার বিকাল ৫ টা থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্ভোদন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যাক্ষ জুনাব আলী,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার প্রমূখ।
ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুল খেলার মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আয়োজক টিম জাকির ফাউন্ডেশন স্মৃতি ক্লাব বনাম রাজাই যুব সংঘ।
জানা যায়,সাবেক ফুটবল প্লেয়ার মরহুম জাকির হোসেন ভূইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। জাকির ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৩২টি টিমের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট চলবে মাসব্যাপী ধরে। জাকির হোসেন ভূইয়া তাহিরপুর উপজেলায় একজন কৃতি ফুটবলার হিসেবে সমধিক পরিচিত ছিল।
বাদাঘাট আদর্শবাদী যুব সংঘের সাবেক এই ক্রীড়া সম্পাদকের স্মৃতির স্মরণে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী গণেশ তালুকদার।

কমলগঞ্জ প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোশাহিদ আলী ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালকদের) দেওড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-০ গোলে গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা গোল্ডকাপে (মেয়েদের) কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, কমলগঞ্জ আয়োজিত এই টুর্ণামেন্টে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ১০টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।

  

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc