শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২সেপ্টেম্বর,রমা রঞ্জন দেবঃ  “পুলিশ ই জনতা -জনতাই পুলিশ” এই স্লোগানের মধ্য দিয়ে  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হবিগঞ্জ রোডস্থ শাদি মহল কমিনিউটি  সেন্টারে “কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল থানা কমিউনিটি পুলিশিং  সমন্বয় কমিটির  উদ্দ্যোগে  সোমবার  বিকালে  উপজেলা চেয়ারম্যান  রণধীর  কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ মিজানুর রহমান পিপিএম ডিআইজি সিলেট রেঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজার জেলা) মো.  খুরশেদ আলম।

    অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- নবাগত উপজেলা কর্মকর্তা মোঃ শহিদুল হক, শ্রীমঙ্গল থানার কর্মকর্তা মাহবুবুর রাহমান, শ্রীমঙ্গল কলেজের অধ্যক্ষা মনোয়ারা সুলতানা।মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দ মন্সুরুল হক, শিক্ষক  জহর তরফদার, ইউপি  চেয়ারম্যান বানু লাল রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান পিপিএম বলেন, স্বল্প জনবল দিয়ে পুলিশের একার পক্ষে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনসাধারণের সর্বাত্নক  সহায়তা প্রয়োজন।তিনি উপস্থিত সকলকে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

    অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যান, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গন্যমান্য  রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।