চুনারুঘাটে মুক্তিযোদ্ধা বাছাই কমিটিতে ১২০জনকে নিয়ে দ্বিধা

    0
    1028

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১জুলাই,চুনারুঘাট প্রতিনিধি:   মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে সৈয়দ ইদ্রিছ আলীসহ ১২০জন দ্বিধাবিভুক্তির তালিকায় রয়েছেন। তাদের দৌঁড়ঝাঁপ শুরু হয়েছে। গত ১৭ জুলাই চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সমাপ্ত হয়।

    সঠিক মুক্তি যোদ্ধা সনাক্তকরনে স্থানীয় লিখিত অভিযোগের ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা স্বাক্ষরিত যাচাই বাছাই কালে উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত সৈয়দ মুসলিম মিয়ার ছেলে ইদ্রিছ আলীসহ ১২০ জন কে তাদের সম্পূর্ণ কাগজপত্র অনুসন্ধান করে দ্বিধাবিভুক্তির তালিকায় রাখা হয়।

    ফলে দ্বিধাবিভুক্তির তালিকায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের দৌঁড়ঝাঁপ শুরু হয়েছে বিভিন্ন মহলে।

    অপরদিকে দ্বিধাবিভুক্তির তালিকায় ধারণকৃত মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বিগত কয়েক বছর পূর্বে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে তার ছেলে ও মেয়েকে মুক্তিযোদ্ধা কৌটায় নাম লিখিয়ে সরকারী চাকুরী গ্রহণ করার অভিযোগ রয়েছে। এরই জের ধরে এলাকার সাধারণ মানুষের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে এলাকায়। মহান মুক্তিযোদ্ধ ও দেশের সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের  প্রতি  আমাদের পুর্ন ভালবাসা ও সম্মান রাখতে হবে এই ভালোবাসার মধ্যে যেন দুর্বলতা তৈরি না করতে পারে কোন কাজে এ জন্যে সঠিক মুক্তি যোদ্ধা সনাক্ত জরুরী বলে দেশ প্রেমিক স্থানিয়দের দাবী।