নড়াইলে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সভা অনুষ্ঠিত

    0
    446

    নড়াইল  প্রতিনিধি: নড়াইলে কোভিড১৯ টিকাদান কার্যক্রম২০২১ সফল ভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সুধিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিস ,নড়াইল এর আয়োজনে সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

    সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় , অতিরিক্ত পুলিশ সপার মোঃ মাসুদ রানা, নবনিযুক্ত পৌর মেয়র আঞ্জুমান আরা, সংসদ সদস্যে মাশরাফির পিতা গোলোম গোতুর্জা স্বপন,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু,ডাক্তার ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,সীমিত সংখ্যক প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মি  সময় উপস্থিত ছিলেন। 

    সভায় জানানো হয়, পর্যন্ত জেলায় মোট ২৪০০ ভায়াল ২৪ হাজার  ডোজ টিকা  এসেছে। নড়াইলে আগামী ফেব্রুয়ারী নড়াইল সদর হাসপাতালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই সাথে লোহাগড়া কালিয়া উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। 

     প্রতি টিমে জন করে ১৬টি টিমের মাধ্যমে  কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৩২ জন প্রশিক্ষনপ্রাপ্ত স্বাস্থকর্মি   ৬৪ জন স্বেচ্ছাসেবক থাকবে।