ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

    0
    441
    নূর মোহাম্মদ সাগর ,শ্রীমঙ্গল:  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান, ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুর্নবাসন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল পৌরশাখা কর্তৃক আয়োজিত আজ বুধবার বিকালে শ্রীমঙ্গল শহরে এক আনন্দ মিছিল বের করে।
    এতে অংশ গ্রহণ করেন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীনসহ সভাপতি ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সের জাহান সেজু, যুবলীগের কোষাধ্যক্ষ মনির মিয়া, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) কছরুল আহমেদ কয়েস, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসাহিদ আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ভুনবীর ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহমেদ, সাইফুল, জাবেদ, যুবলীগ কর্মী রুমন আহমেদ, ছাত্রলীগ নেতা তছলিম আহমেদ, ইদ্রিস আলী, জাবেদ, ইমরান, শিমুল প্রমুখ।