শ্রীমঙ্গলের নাট্য ব্যক্তিত্ব নিহারেন্দু কর পরপারে

    0
    233

    আমার সিলেট  24 ডটকম,০৮নভেম্বর,তুহিনঃ  শ্রীমঙ্গল সম্মিলত নাট্য পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নিহারেন্দু কর আজ শুক্রবার সকাল প্রায় ১০ টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সিলেট থেকে শ্রীমঙ্গলে আসার পথে কামাল পুর নামক এলাকার মহাসড়কে পিক-আপ ভ্যানের সাথে অপর একটি সিএন জির মুখোমুখী   সংঙ্গর্শের ফলে  পিক-আপ ভ্যানটি উল্টে যায়,ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত  নিহারেন্দু কর পুর্বাশা আ/এ শ্রীমঙ্গলের অধিবাসী ছিলেন।বৈবাহিক জীবনে তার কোন সন্তানাদি ছিলেন না।তার কর্মময় জীবনে  যেমন অভিনয় করতেন, তেমনি  নাট্য রচনা ও নির্দেশনা করতেন। তার লেখা নাটক গুলোর মধ্যে অন্যতম “বেধুয়া”, “শুকিয়া দুক্কিয়া সুখ দুখ”, “আটে বাইশে”, “স্বপ্নের ছুঁয়া” “সপ্নে দেখি” “মমুক্ষা” ইত্তাদি উল্লেখ যোগ্য নাটক, যা তার ভক্তদের হৃদয়ে থাকবে আজীবন। শ্রীমঙ্গল সহ বিভিন্ন  এলাকার নাট্যাংগনে  তার প্রচুর শুভাখাংকী রয়েছে। শ্রীমঙ্গল সম্মিলত নাট্য পরিষদের সেক্রেটারি দেলওয়ার মামুন সহ পরিষদের সকল নেতৃবৃন্দ তার মৃর্তুতে গভির শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।