এই প্রথম শ্রীমঙ্গলের এক প্রবাসীর করোনায় মৃত্যুবরণ

    0
    1256

    মিনহাজ তানভীর,নিজস্ব প্রতিনিধিঃ  এই প্রথম কাতারে আজ শনিবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।কাতারে করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যুর ঘটনা এটি প্রথম।মৃত ব্যাক্তি দীর্ঘদিন কাতারে বসবাস করে আসছিলেন। তাঁর নাম দিলীপ কুমার দেব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে মহাজনবাড়ির (বর্তমান মাজডিহী গ্রামের) বাসিন্দা ছিলেন তিনি। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭) বছর।

    মৃত্যু কালে তিনি তিন ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন, সন্তানদের মধ্যে ছোট ছেলে বাড়িতে এবং ২ ছেলে প্রবাসে থাকেন বলে কাশ্মীর আহমদ নাহিদ নামে স্থানীয় ইউপি ছাত্র লীগ নেতা আমার সিলেটকে জানান।

    আরও জানা গেছে,তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন।তিনি গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারের একটি হাসপাতালে ভর্তি হয়। তার দেহে করোনা ভাইরাস ধরা পড়ার পর নিবিড় পরিচর্যাতে রাখা হয় সেখানকার হাসপাতালে।

    ৫ নং কালাপুর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল তার মৃত্যুর সত্যতা স্বীকার করে প্রয়াত দিলিপ কুমার দেব এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।