বাংলাদেশের নাগরিকদের সিরিয়া ত্যাগের পরামর্শ দিয়েছে সরকার

    0
    243

    আমার সিলেট ডেস্ক,৩১ আগস্ট : বাংলাদেশ সরকার সিরিয়া থেকে তাদের সব নাগরিককে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ পরামর্শ দেওয়া হয়। এছাড়া সিরিয়ার সংকটে শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বানও জানিয়েছেন ।পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সব আন্তর্জাতিক সংঘাত কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে।

    সিরিয়ার বেসামরিক মানুষ যাতে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের মুখে না পড়েন, সেজন্যে বাংলাদেশ অবিলম্বে সিরিয়ার সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছে।বিবৃতিতে বলা হয়,বাংলাদেশ বিশ্বাস করে সিরিয়ার সব পক্ষকে যুক্ত করেই সংকটের সমাধান করতে হবে। এতে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে হব।