সুশিক্ষিতরাই পারে দূর্নীতিমুক্ত সমাজ গঠন করতেঃনাসরিন

    1
    433

    ‘শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতি উন্নতির দ্বারপ্রান্তে পৌছতে পারে না।

    দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

    কোম্পানীগঞ্জ,১৬ আগষ্ট : কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা বলেছেন, পরিবার ও নিজেকে বদলাতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। সুশিক্ষিতরাই পারে দূর্নীতিমুক্ত সমাজ গঠন করতে। শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতি উন্নতির দ্বারপ্রান্তে পৌছতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের পাশাপাশি কোম্পানীগঞ্জের শিক্ষার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    তিনি গতকাল বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জের গৌরীনগর স্টুডেন্ট ফোরাম আয়োজিত জে.এস.সি, এস.এস.সি,এইচ.এস.সি, দাখিল ও আলীম পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গৌরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন গৌরীনগর স্টুডেন্ট ফোরামের সভাপতি ছাত্রনেতা এখলাছুর রহমান।

    ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ, সাংবাদিক আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন, নুরুর রশীদ, বিশিষ্ট মুরব্বি হাজী সিকন্দর আলী, ইউ/পি সদস্য সোহেল আহমদ ও গৌরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা।

    অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন শামিম আহমদ, সেলিম আহমদ, আবুল হোসেন, লোকমান আহমদ, খালেদ আহমদ, মিল্লাদ হোসেন, ফয়সল আহমদ, জাকারিয়া আহমদ, সাইদুল হক, পাবেল আহমদ, সামসাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের কে ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।