প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান জামাতের ইমামতি করেন

    1
    322

    ঢাকা, ০৯ আগস্ট : সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ৮টা ৪০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেটসহ ভিভিআইপিরা সেখানে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদুল ফিতরের এ প্রধান জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।
    দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ শুক্রবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। কঠোর ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে বরকতময় রমজানের পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

    সকাল থেকেই জাতীয় ঈদগাহে সমেবেত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন পাঞ্জাবি আর পোশাক, আতর গোলাপে সুবাসিত হয়ে প্রায় এক লাখ মুসল্লি এক সামিয়ানার নিচে এবার ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা কোলাকুলি করে হাসিমুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
    আজ পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদুল ফিতরের শেষ জামাত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শেষ হয়। প্রতিটি জামাতেই রাজধানীর বিভিন্ন স্থানের মানুষ অংশ  নিয়েছেন। এদিকে, পুলিশ বেষ্টনী ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের জামাতকে ঘিরে র‌্যাব পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিল। সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। ৯টায় তৃতীয় জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, সকাল ১০টায় চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী ও সাড়ে ১১টায় পঞ্চম জামাতে ইমামতি করেন ইসলামিক গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।