বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী

    0
    277
     বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী

    ঢাকা, ০৭ আগস্ট  : আগামীকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৩তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। ফজিলাতুন্নেসা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক অনুপ্রেরণাদাত্রীও। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে ছিল তাঁর সক্রিয় ভূমিকা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির জনকের ঘাতকদের হাতে তিনিও নির্মম হত্যাযজ্ঞের শিকার হন।
    বেগম মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ সকালে বনানী কবরস্থানে ফজিলাতুন্নেসা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে। মহিলা আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ একই সময়ে স্বেচ্ছাসেবক লীগ অনুরূপ কর্মসূচি পালন করবে এবং স্বেচ্ছাসেবক লীগ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করেছে।