মৌলভীবাজারে মাথাবিহীন আজব গো-বাচুরের জন্ম !

    0
    512

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০১মে,কাজল শীল,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর  ইউনিয়নের সাতগাও এলাকার গোপালপুর গ্রামের কৃষক মৃত আজর উল্লার ছেলে মিয়া ধন মিয়ার বাড়িতে একটি গাভী মাথাবিহিন বাচুরের জন্ম দিয়েছে।

    জানা গেছে গত কাল রোববার বিকাল থেকে আজ সোমবার বিকাল পর্যন্ত  গাভীটির প্রসব ব্যাথা চলতে থাকে।

    কৃষক মিয়াঁ ধন তার গাভীর বাচ্চাটিকে ভাল করে দেখছে।পাশে হাফেজ গোলাম মোস্তফা

    দীর্ঘ সময় ধরে  বাচ্চা প্রসব না হলে গাভীর মালিক মিয়াঁ ধন বিভিন্ন জনের সাহায্য নিয়ে ব্যর্থ হয়ে এক পর্যায়ে স্থানিয় এক খামারির সহযোগিতায় কালাপুর ইউপির এ আই   টেকনেশিয়ান  হাফেজ গোলাম মোস্তফাকে ফোন করে  গাভীটি  বাঁচানোর অনুরোধ করেন।

    এক পর্যায়ে পশু প্রেমিক হাফেজ গোলাম মোস্তফা ও প্রাণী সম্পদ অফিসে কর্মরত ড্রেসার রাজ কুমারসহ চলে আসে কৃষকের বাড়িতে। দীর্ঘ দেড় ঘণ্টা সময় দুই জনে মিলে অতিবাহিত করে প্রসব করাতে সক্ষম হলেও  অবশেষে মাথাবিহীন  এক আজব মৃত গো-বাছুরের দেখা মিলে!

    প্রায় ২০ কেজি ওজনের ওই বাছুরটির সব অঙ্গ স্বাভাবিক থাকলেও শুধু মাত্র মাথাটি অসম্পূর্ণ  দেখা যায় এবং যেখানে মাথা থাকার স্বাভাবিক নিয়ম সেখানে  সরু লম্বাআকৃতির মাংসপিণ্ডের শেষাংশে এক গুচ্ছ লম্বা পশম।কৃষক মিয়াধন জানান একই গাভী গত বছরে সুস্থ বাচ্চা দিয়েছিল।