ইসলামের নামে নৈরাজ্য নাস্তিক্যবাদ ও জঙ্গীবাদ দমনে সরকার ও বিরোধীদলকে ঐক্যমতে আসতে হবে : আল্লামা সিরাজ নগরী

    1
    390
    মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সিরাজ নগরী
    মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সিরাজ নগরী

    মৌলভীবাজার, ১২ মে : ১১ মে সকাল ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে যুবসমাবেশে প্রধান আলোচক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, অভিযুক্ত ব¬গাররা দেশে দাঙ্গা হাঙ্গামার উসকানি দিয়েছে আর সুযোগ বুঝে ইসলামের নামে জঙ্গীবাদীরা মাঠে নেমে ইসলামের নামে নৈরাজ্য করেছে। নাস্তিকরা ফেইসবুক, ব¬গে ধর্ম অবমাননা করেছে আর জঙ্গীরা সরাসরি কুরআন শরীফে আগুন দিয়েছে এবং মসজিদ মাযারে হামলা করেছে। তাই সরকার ও বিরোধী দলের উচিত দেশে নৈরাজ্যবাদী নাস্তিকবাদ এবং জঙ্গীবাদের বিষয়ে ভোটের রাজনীতি বাদ দিয়ে তাদের দমনের ব্যাপারে ঐক্যমতে ফিরে আসা। দেশে শান্তি প্রতিষ্টার স্বার্থেই আহলে সুন্নাত ওয়াল জামাআত ঘোষিত ১২ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবী, এই দাবী জাতির কাছে তুলে ধরতে ২৫ মে সকল পীর-আউলিয়া অনুসারী মুসলমানদেরকে ঢাকায় মহাসমাবেশে যোগদান করতে হবে। আমাদের বিশ্বাস এবং কাজে আচরনে ইতোপূর্বে চট্টগ্রামের দশ লক্ষ মানুষের মহাসমাবেশ থেকে প্রমান করেছি যে, ইসলামে শান্তি ভঙ্গ এবং সীমা লংঘনের কোন সুযোগ নেই। ২৫শে মে ঢাকায় বিশ লক্ষ মানুষের সমাবেশে ও সেই আদর্শের প্রতিশ্র“তি পালনে আমরা অঙ্গীকারাবদ্ধ। আজ অভিযুক্ত অন্যান্য ব¬গারদের গ্রেপ্তার এবং নিয়মিত মামলা রুজু করার দাবী জানাচ্ছি এবং করআনে আগুন দিয়ে ইসলাম অবমাননায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া দুস্কৃতিকারীদের ও স্বরুপ উন্মোচন করে শাস্তির আওতায় আনতে হবে। সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক হাকীম এম.মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সিরাজ নগরী বলেন, নাস্তিক্যবাদ ও জঙ্গীবাদ ইসলাম সমর্থন করে না। তিনি ইসলামের নামে কোরআন হাদীসের আপব্যাখ্যার জবাব দিয়ে বলেন যারা না বুঝে মহানবী (দঃ) এ সাহাবায়ে কেরামের শান কটুক্তিকারীদের সঙ্গী সাথী হচ্ছেন তওবা করে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে ও মতে চলে আসুন।

    মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে যুবসমাবেশ
    মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুবসেনার উদ্যোগে যুবসমাবেশ

    মোঃ রেজাউল খলিল তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্বনয়ক গোলাম মাহমুদ ভূইয়া মানিক, কেন্দ্রীয় ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক নুরুল হক চিশতী, মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী, বক্তব্য রাখেন সিরাজ নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী শেখ শিব্বির আহমদ, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মঈনুল ইসলাম খান, হবিগঞ্জ জেলা সাবেক সভাপতি ডাঃ এস.এম. সরওয়ার, বালাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা রুমেল আহমদ, কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা হাফেজ মোশাহিদ আলী, বাংলাদেশ ইসলামী যুবসেনার মৌলভীবাজার সদর উপজেলার শাখার সভাপতি ডাঃ এম.এ.কে আজাদ সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম, কুলাউড়া শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান, কমলগঞ্জ শাখার আহবায়ক সাজ্জাদুর রহমান ইজ্জাদ, শ্রীমঙ্গল শাখার আহবায়ক মোঃ শাহাবউদ্দিন, সদস্য সচিব নূর মোঃ বুরহান, জেলা ছাত্রসেনার সভাপতি শেখ মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোল্লা জাকির আহমদ সহ সাধারন সম্পাদক আব্দুল মুকিত হাসানী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মোস্তফা।
    বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখা ২০১৩-১৪ সেশনের কমিটি নিুরূপ:- সভাপতি, হাঃ মোশাহিদ আলী, সহ-সভাপতি সৈয়দ নাজাত উল¬াহ, শেখ আমিনুর রহমান আফরোজ, রেজাউল খলিল তরফদার, সাধারণ সম্পাদক হাকিম এম. মুহিবুর রহমান মুহিব, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহবউদ্দিন, সাংগঠনিক সম্পদক নূর মোহাম্মদ বোরহান, সহ সাংগঠনিক সম্পদক ফয়েজুল মোস্তফা, অর্থ সম্পদক ইজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রচার সম্পাদক মোল¬া ফয়েজ আহমদ নোমানী, তথ্য ও গবেষনা সম্পাদক মাওঃ আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, সমাজ সেবা সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদস্য, নেছার আহমদ কাদেরী, মেহেদী হাসান জিলানী, এম.এ.কে আজাদ, মনিরুল ইসলাম চৌধুরী, নিজাম উদ্দিন খান, সৈয়দ ফজিলত হোসেন তানিম, হাফেজ সবুজ আহমদ, সৈয়দ মোকারিম আলী প্রমুখ