বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

    0
    471

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৫সেপ্টেম্বর,এম ওসমান: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে এ পথে দু’দেশের পাসপোর্ট যাত্রী পারাপার।

    বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি। ভারতের ছুটির বিষয়টি সে দেশের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের জানিয়েছেন।

    তিনি আরো জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

    বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, শনিবার বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুনরায় বাণিজ্য শুরু হবে।