সিলট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা প্রকল্পটি একনেকে অনুমোদনঃঅভিনন্দন

    2
    280

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭এপ্রিলঃ সিলট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা প্রকল্পটি একনেকের বৈঠকে অনুমোদন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে কোম্পানীগঞ্জ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ

    আপোষহীন আন্দোলন ও দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট কোম্পানীগঞ্জবাসীর প্রাণের দাবী সিলট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা প্রকল্পটি গত মঙ্গলবার একনেকের বৈঠকে অনুমোদন দেওয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য জননেতা ইমরান আহমদকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

    এক অভিনন্দন বার্তায় উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার এমপি ইমরান আহমদের নেতৃত্বে দেশের সর্ববৃহৎ ও কোটি কোটি টাকা রাজস্ব আয়ের উৎস ভোলাগঞ্জ পাথর কোয়ারীর সংযোগ সড়ক সিলেট-ভোলাগঞ্জ রাস্তাটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হলে এলাকার তথা দেশের উন্নয়নের অগ্রযাত্রা আরেক ধাপ এগিয়ে যাবে।

    অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ বেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ আলী, জুয়েল রানা, মীর আল মুমিন, কামাল হোসেন, কাউসার আহমদ টিটু, আতিকুর রহমান সুজন, এম সোহেল আহমদ, আবুল বাশার, মোশারফ করিম, সোহেল আহমদ প্রমুখ।

    অপর এক বিবৃতিতে মহানগর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজির হোসেন লাহিন, উপ-অর্থ সম্পাদক আব্দুল মুকিত, বিভাগীয় উপ-সম্পাদক আব্দুর রকিব, সহ-সম্পাদক খলিলুর ইসলাম আশা, ছাত্রনেতা দিলোয়ার, শাহাদত হোসেন, নয়ন দাস, অপু, সেলিম আহমদ, ফারহান হোসেন একনেক সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, একনেকে সিলেট-ভোলাগঞ্জ রাস্তা প্রকল্পের অনুমোদন সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

    এদিকে সিলট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা প্রকল্পটি একনেকের বৈঠকে অনুমোদন দেওয়ায় অভিনন্দন ও কৃজ্ঞতা জানিয়েছেন কোম্পানীগঞ্জ জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মীর আল মমিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি ওয়াহিদ রেজা, সাধারণ সম্পাদক রাসেল আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি