আইএস জঙ্গিরা সাদ্দাম হোসেনের মাজার ধ্বংস করে ফেলেছে

    1
    325

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬মার্চঃ ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মাজার এবং তাকে কেন্দ্র করে নির্মিত স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে।
    তিকরিতে প্রচণ্ড লড়াইয়ের সময় মূলত আল-আওজা গ্রামে কবর সহ তৈরি হওয়া ওই স্মৃতিসৌধটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
    যদিও তার মৃতদেহ আগেই সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
    স্থানীয় সুন্নিরা জানিয়েছেন গত বছরই সাদ্দাম হোসেনের মৃতদেহ অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয় যার নাম প্রকাশ করা হয়নি।
    বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি ফুটেজে দেখা যায় স্মৃতিসৌধটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাঁড়িয়ে আছে।
    ইরাকী বাহিনী ও শিয়া মিলিশিয়ারা ইসলামিক স্টেট বা আই এস জঙ্গিদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে।
    ফুটেজে দেখা যায় শহরের দক্ষিণে স্মৃতিসৌধটি এখন একটি কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    স্মৃতিসৌধটি এখন একটি কংক্রিটের ধ্বংসস্তূপ
    স্মৃতিসৌধটি এখন একটি কংক্রিটের ধ্বংসস্তূপ

    শিয়া মিলিশিয়াদের একজন কর্মকর্তা জানান সাদ্দাম হোসেনের কবর থাকার কারণে আইএস জঙ্গিরা এলাকাটির অধিকাংশই ধ্বংস করেছে।
    আইএস বলেছিলো গত অগাস্টেই কবরটি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু স্থানীয় কর্মকর্তারা তা অস্বীকার করে লুটপাটের কথা বলেছিলো।
    সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন।
    পরে ইরাকী আদালতের রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।
    ২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই স্মৃতিসৌধের কবরে রাখা হয়।
    তিকরিত শহরটি গত জুন থেকেই আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে।
    এখন ইরাকী বাহিনী শহরটি পুনরুদ্ধারকে একটি বড় সাফল্য হিসেবেই দেখছে।সূত্রঃবিবিসিবাংলা