আইএসআইএল থেকে দু’টি এলাকা উদ্ধার করেছে ইরাক

    1
    289

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬ফেব্রুয়ারীঃ ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ শহর তিকরিত মুক্ত করার অভিযান শুরু করবে। অবশ্য এরইমধ্যে এ বাহিনী পূর্বাঞ্চলীয় দু’টি এলাকা এ সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করতে পেরেছে। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে।

    এতে বলা হয়েছে,  স্বেচ্ছাসেবক এবং বিমানবাহিনীর সহায়তায় চালানো অভিযানে আল-বুবাকার এবং আল-বুয়াওয়াদ নামের দু’টি এলাকা মুক্ত হয়েছে। এ দুই এলাকা দিয়ালা ও সালাউদ্দিন প্রদেশের মধ্যে অবস্থিত।

    এদিকে সালাউদ্দিন প্রদেশের গভর্নর রায়েদ উল-জুবারি জানিয়েছেন, এ প্রদেশের রাজধানী তিকরিতের উপকণ্ঠে ৫,০০০ স্বেচ্ছাসেবক সমবেত  হয়েছে। তিনি আরো জানান, সামরিক ইউনিটগুলো তিকরিতে অভিযান শুরুর ঘোষণা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। কয়েক দিক থেকে এ অভিযান চালানো হবে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী চলবে এ অভিযান।