জাস্টিস ফর বাংলাদেশ:লন্ডন সিটি কমিটির আন্তর্জাতিক মাতৃভাষা

    1
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪ফেব্রুয়ারী, লিপি হালদার: জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে, লন্ডন সিটি কমিটির উদ্যোগে, ২২শে ফেব্রুয়ারী পুর্ব লন্ডনের এক স্থানীয় রেস্টুরেন্টে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, সংগঠনের লন্ডন সিটি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন সানির সভাপতিত্ত্বে এবং জেনারেল সেক্রেটারি আমিনুর রহমান কাবিদ এর পরিচালনায় অনুষ্টিত হয়।
    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমেদ।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধ অপরাধ বিচার মঞ্চ ইউকের সভাপতি, সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ সদস্য মাহমুদুর রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুল বাসিত, সংগঠনের লন্ডন সিটি কমিটির সহ সভাপতি লিপি হালদার, সহসভাপতি মুয়িদ রহমান, সহ সভাপতি সেলিম আহমেদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন, নিউপোর্ট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, শেখ আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, দানিয়াল আহমেদ, শিহাব উদ্দিন, মো: হোসাইন জাহাঙ্গীর, জামিউর রহমান শাওন, নজরুল ইসলাম বাদল, নিজাম উদ্দিন, আল আজিম, বদরুল মনসুর, এম এ রউফ, আনহার মিয়া, শাহাব উদ্দিন সহিবুল বাবু, নাজমুল ইসলাম স্বপন, আব্দুর রব, সিপার আহমেদ, বায়েস আহমেদ, কামরুল ইসলাম রাসেল, সোহানা জামান, মো: আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমেদ  বলেন, অমর একুশ বাঙ্গালীর অহংকার। একুশের পথ ধরে, বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি লাল বৃত্ত, সবুজ পতাকা। আজ আমরা বিশ্বের দরবারে গৌরব ও ঐতিহ্যের সাথে উচ্চারন করছি, বাংলা আমার ভাষা, দেশ আমাদের বাংলাদেশ। তিনি সর্বস্তরে রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা প্রচলনের দাবী জানানএবং জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার যে ক্যাম্পেইন চলছে তার প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
    বিশেষ অতিথি বক্তব্যে বিশিষ্ট গবেষক ও লেখখ মতিয়ার চৌধুরী বায়ান্নের ভাষা আন্দোলনের পঠভূমি ও বিশ্বের বিভিন্ন দেশের ভাষার নানা দুর্দশার চিত্র তুলে ধরে বাংলাভাষা সংরক্ষনের প্রতি গুরুত্বারোপ করে সর্বস্তরে বাংলা ভাষা চালুর জোর দাবী জানান।
    সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন সানি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।