ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিবেন মোদি

    3
    594

    আমারসিলেট24ডটকম,২৬মেঃ ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমাবার সন্ধ্যা ৬টায় শপথ নিবেন নরেন্দ্র দামোদারদাস মোদি।  বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। একই সাথে তার মন্ত্রীসভও শপথ গ্রহণ করবে। নতুন মন্ত্রীসভায় যারা থাকছেন সে তালিকাও রবিবার রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছে। এর আগে দেশটির ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনে বিজেপির সিনিয়র নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেন মোদি। এদিকে বর্ণাঢ্য এ শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন ও এর আশেপাশের এলাকায় ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলাসহ সব প্রস্তুতি ইতোমধ্যেই সুসম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।
    বিভিন্ন খবরে প্রকাশ, মোদির মন্ত্রিসভার আকার ছোট হবে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। অবশ্য ইতোমধ্যেই মন্ত্রী হিসেবে বিজেপির সিনিয়র নেতা রাজনাথ সিং, অরুন জেটলি, নিতিন গড়করি, সুশমা সরাজ, অরুন সৌরি ও রবি শংকর প্রসাদের নাম শোন যাচ্ছে। এছাড়া স্পিকার হিসেবে শোনা যাচ্ছে বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানীর নাম। তবে বিজেপি চায় জোট নেতাদেরও মন্ত্রী করতে। সে হিসেবে দলগুলোর মধ্যে বিবেচনায় আসছে তেলেগু দেমাস পার্টি ও লোক জনশক্তি পার্টির নামও। তবে বিজেপির পাঞ্জাবের মিত্র আকালি দল আগেই জানিয়ে দিয়েছে, তারা সরকারে যোগ দিবেনা।
    অপরদিকে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন সার্ক দেশেল সরকার ও রাষ্ট্রপ্রধানসহ অন্তত ৪ হাজার অতিথি। তাদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও বাংলাদেশের প্রধানমনন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরিসহ অধিকাংশ বিদেশী অতিথি ইতোমধ্যেই দিল্লী পৌঁছে গেছেন।
    পক্ষান্তরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকশেকে আমন্ত্রণ জানানোয় তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা শপথ অনুষ্ঠানে নাও আসতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি সুত্র।