৩বাংলাদেশির লাশ দেশে আসছে বাহারাইন থেকে

    0
    222

    আমারসিলেট24ডটকম,০৮মার্চঃ গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৩ বাংলাদেশির লাশ দেশে আসছে আজ শনিবার সন্ধ্যায়। বাহারাইন থেকে দুবাই হয়ে ইকে ৮৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের লাশ পৌঁছাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
    প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে এই ৩ বাংলাদেশি মারা যান।
    তিন বাংলাদেশি হলেন,

    ১) দুলাল, পিতা : সিদ্দিকুর রহমান,  গ্রাম : কাঁচারিতলা, উপজেলা : বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : ই১২৬৫০৫০।
    ২) জালাল, পিতা : গফুর মিঞা, গ্রাম : রামপুর, উপজেলা : বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : অঈ৯৫৭০৪৮৩।
    ৩)মোশাররফ হোসেন, পিতা : মৃত নাজির আহম্মেদ, গ্রাম: রামপুর, উপজেলা: বুড়িচং, জেলা : কুমিল্লা, পাসপোর্ট নং : ড০৬২৫০৪৭।