চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

    1
    242

    আমারসিলেট24ডটকম,৩০ডিসেম্বর,এস,এম,সুলতানঃ কেন্দ্রীয় বোর্ডের ব্যবস্থাপনায় সারা দেশের ন্যায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৩ চুনারুঘাট জোনের অধীনে গত শুক্রবার সম্পন্ন হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরস্থ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা জোনের পরিচালক মোঃ আজিজ ইকবাল, সহকারী পরিচালক মামুনুর রশীদ ও মোঃ বিলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ৩শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

    পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় বোর্ডের পরিদর্শনকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মোঃ নূরুল আমীন, হাফেজ মোঃ বায়েজিদ ও কেন্দ্র প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, সাংবাদিক এস.এম. সুলতান খান, এস.এম. মিজানুর রহমান, সাংবাদিক মোঃ ফারুক মিয়া, আব্দুল মালেক, মোঃ বিল্লাল মিয়া। উল্লেখ্য যে, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় বোর্ডের অধীনে চুনারুঘাট উপজেলা জোনের ব্যবস্থাপনায় গত ৩ বৎসর যাবৎ সুনামের সহিত উক্ত বৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অব্যাহত রয়েছে।