শ্রীমঙ্গল ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস উদযাপন

0
1557

নূর মোহাম্মদ সাগর (মৌলভীবাজার) শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশব্যাপী ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

রবিবার সকাল ৯ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু’র  প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা  নজরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি, সম্পাদক সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তারবৃন্দ।
এ সময় আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে  বঙ্গবন্ধু’র মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ,আওয়ামী,  যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,মৎস্য লীগসহ আওয়ামী লীগের সহযােগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিব রাজধানীর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল সমাবেশের সামনে স্বাধীনতার নবযুগ সৃষ্টিকারী ভাষণ দেন। মুক্তিপ্রেমী লাখাে জনতার সামনে ১৯ মিনিট ধরে দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযােগ আন্দোলনের ডাক দেন। সেই সাথে তিনি পাকিস্তানের শােষণকারী শাসকগােষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সাথে তুলনীয় বক্তব্যে শেখ মুজিব বলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।…ঘরে ঘরে দূর্গ গড়ে তােল। তােমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মােকাবিলায় প্রস্তুত থাক।

প্রসঙ্গত,পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমন পীড়ন মূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ।

উল্লেখ্য,জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।