সাংবিধানিক ধারাকে এগিয়ে নিতে মন্ত্রীত্ব গ্রহণ

    1
    276

    আমারসিলেট24ডটকম,২৩নভেম্বরঃ আজ বিকেল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানার কর্মীসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে এবং সাংবিধানিক ধারাকে এগিয়ে নিতে মন্ত্রীত্ব গ্রহণ করেছেন ও নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের দল । মল্লিক তার বক্তব্যে আরও বলেন গত এক বছর আগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের পার্টির সভাপতিকে মন্ত্রীত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন, সিদ্ধান্তক্রমে তিনি তা গ্রহণ করেননি। সেই সময়ের মন্ত্রীত্ব গ্রহণের সাথে এই সময়ের মন্ত্রীত্ব গ্রহণের একটা বিরাট পার্থক্য রয়েছে। সেই সময়ের মন্ত্রীর কাজ ছিল দেশ পরিচালনা করা, এখনকার মন্ত্রীর কাজ হচ্ছে অসম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা অব্যহত রাখতে সাংবিধানিক ধারা অক্ষুন্ন রাখতে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন পরবর্তী সময় দেশটি সঠিকভাবে পরিচালিত হতে পারে তার জন্য একটি নির্বাচিত সরকার গঠনে সহায়তা করা। সেইজন্য এই মন্ত্রীত্ব গ্রহণকে আমরা একটি আন্দোলন হিসেবে দেখছি। ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য নুর আহমদ বকুল, ঢাকা মহানগর সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মতিঝিল থানা ইনচার্জ ও যুব নেতা মোস্তফা আলমগীর রতন, মতিঝিল থানার সম্পাদক মণ্ডলীর সদস্য মুর্শিদা আখতার নাহার, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, আবুল কালাম আজাদ সহ মতিঝিল থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।