চুনারুঘাটে প্রথম বা‌রের মতো ইভিএমে ভোটগ্রহণ চলছে

    0
    508

    জেলা প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জেরচুনারুঘাটে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। ‌এদিকে, ভোটাররা সকাল থে‌কে লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্ন ভোট দিচ্ছেন। ভোট দি‌তে শুরু ক‌রে। সকালে পৌরসভার হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পুরুষের তুলনায় নারী ভোটা‌রদের উপস্থিতি বেশি দেখা গেছে। এছাড়া সকা‌লে প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে গি‌য়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    হাজী ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২০৮২ জন। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৬টি ভোটকক্ষে ভোট কাস্ট হয়েছে ১৩১টি। এক নম্বর কক্ষে ৩৫৬ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ২০টি, ২ নম্বর কক্ষে ৩৫৬ ভোটারের মধ্যে ২৩টি, ৩ নম্বর কক্ষে ৩৫৪ ভোটারের মধ্যে ২৪টি, ৪ নম্বর কক্ষে ৩৩৯ ভোটারের মধ্যে ২০টি, ৫ নম্বর কক্ষে ৩৩৯ ভোটারের মধ্যে ১৫টি, ৬ নম্বর কক্ষে ৩৩৮ ভোটারের মধ্যে ২৯টি ভোট কাস্ট হয়েছে। হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কয়েকজন নারী ভোটারদের সঙ্গে।

    তারা জানান, ভিড় বাড়ার আগেই ভোট দিতে তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। নিজেদের ভোট দেওয়া শেষ হলে অন্যদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করবেন তারা। এছাড়া সকাল সকাল ভোট দিয়ে গিয়ে বাড়ির কাজ করবেন। এদিকে, কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রায় প্রতিটি কেন্দ্রেই বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভোটারদের ভোট প্রদানে নানাভাবে সাহায্য করছেন। এদিকে পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে বলে জানান চুনারুঘাট নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দীপক কুমার রায়।

    চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ৭১৭৮ জন নারী ৭২১৪ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ পৌরসভার ১১কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।