মুক্তিযুদ্ধে ভারতের ভুমিকা ছিল দাত্রীমাতার:অধ্যাপক আবেদ

    0
    453

    আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা (ICCB) Centre for Bangladesh India Friendship এর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ এর পর প্রথম কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।

    সেমিনারে CBIF এর মাননীয় চেয়ারম্যান এড: শুভাশীষ সমদ্দার বাংলাদেশ ভারত এর অমিমাংসিত ব্যাপার গুলো নিয়ে কাজ করার তাগিদ দেন, সেমিনারে CBIF এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ড: সাজ্জাদ হায়দার সংগঠন গঠনের উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। দুই দেশের ভাতৃত্ব বন্ধন দৃঢ় করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় সার্ক মানবাধিকার  ফাউণ্ডেশন এর মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের ভুমিকা ছিল দাত্রীমাতার মত এটি ভুলে গেলে চল্বেনা।

    মিটিং এ উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান একমাত্র মহিলা কমান্ডার আশালতা বৈদ্য, ভাইস চেয়ারম্যান এড: রতন কুমার দাস, ভাইস চেয়ারম্যান মাওলানা প্রফেসর আবেদ আলী, ভাইস চেয়ারম্যান শাহাজাদা মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান পরিমল সাহা, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি কাঞ্চন মজুমদার, জয়েন্ট সেক্রেটারি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, উপ প্রচার সম্পাদক জীবন কুমার, উপ দপ্তর সম্পাদক সাইফুজ্জামান শাকিল।

    এছাড়া সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তাগণ গঠনমূলক আলোচনা করেন।প্রেস বার্তা