রাষ্ট্রপতি বঙ্গভবনে জনগণের সঙ্গে আজ শুভেচ্ছা জানাবেন

    0
    803

    আজ সোমবার পবিত্র ঈদুল আযহা। দেশব্যাপী আনন্দের বন্যা বইছে। এ উপলক্ষে দেশের মহামান্য রাষ্ট্রপতি “ভাঁটির রত্ন” আলহাজ্জ মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনে  আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন।

    তিনি আরও জানান, মহামান্য রাষ্ট্রপতি প্রথমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদ, বিচারপতি, সংসদ সদস্যবৃন্দ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী পেশাজীবী নেতৃবৃন্দ এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

    এরআগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮ টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।