বাংলাদেশ সেনাবাহিনী

    0
    1218

    বাংলাদেশ সেনাবাহিনী

                                                   জালাল আহমেদ জয়

    “৭১” এর হানাদার মুক্তির পাণে
    সেনা-যোদ্ধা ভূমির গানে,
    অমর-চিত্রে জয়ের মালা সর্বত্রে
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।

    রজনী-বিনিদ্রায় প্রহরা
    বাংলা কূলের পাড়া,
    দিগ-বিজয়ী প্রাণে মহান ;
    গড়িলে দেশের সম্মান।
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।

        “সততা-নিষ্ঠা”
     প্রাণে-দিগন্তের পথে
     শপথের একাত্বতার সাথে,
    বলিষ্ঠ আহবানের তরে
    আলো যেন মনের ঘরে।
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।

    দুর্যোগ-বন্যায় দুখি মানুষের পাশে
    তোমার অবকাশে চাঁদ হাসে,
    নেতৃত্বে-শ্রেষ্ঠ উদার বাণী
    বিশ্বের-দরবারে হয়েছো সম্মানী।
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।

    ধন্য-মায়ের কূল,তোমরাই বাঙলার মূল
    স্বাধীনতার রক্ষার তরে
    তোমার জীবন অকাতরে।
    হৃদয়-থেকে জানাই সম্মান
    হে-বীর মায়ের সন্তান !
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।

    “সদা-প্রস্তুত লড়িতে লড়াই”
          আমাদের ভয় নাই
    গড়িতে আপন বাঙলা
         হৃদয়ে বাজে দোলা।
    স্বাধীনতা বৃথা যাবার নয়
         একতা যেন রয়।
    সর্বহারা-মরূভূমির প্রান্তে
    তোমার ছোয়ায় বাঙলা হবে শ্রান্তে।
    করেছো মোরে ঋণি
    “বাংলাদেশ সেনাবাহিনী” ।