প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটেঃপ্রথমে মাজার জিয়ারত করবেন

    0
    251

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জানুয়ারী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে। উদ্বোধন শেষে বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে তিনি।

    বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    সিলেট সফরে প্রথমেই প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রাঃ) ও হজরত শাহপরান (রাঃ) এর পবিত্র মাজার শরিফ জিয়ারত করবেন। পরে সিলেট মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন।

    আজ সিলেটে দেশের প্রথম ইলেক্ট্রনিক্স সিটিসহ ১২টি প্রকল্পের ভিত্তিস্থাপন ও ১০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন তিনি।

    উদ্বোধন হবে  এমন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএম এর ব্যারাক ভবন, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীরে গেইট, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন।

    প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন,এসব প্রকল্পের মধ্যে রয়েছে সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর এন্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদরাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহপরান থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রাঃ) মাজার, ৩ তলা বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট কার্যালয় ভবন নির্মাণ কাজ ও সিলেট ইলেক্ট্রনিক সিটি।