রাসেল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

    0
    654

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জানুয়ারী,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়া গ্রামের নিরীহ পরিবারের ছেলে টাইল্স মিস্ত্রী রাসেল আহমদ-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে বড়লেখা-শাহবাজপুর সড়কের রাস্তায় রাসেল আহমদের হত্যাকারী আব্দুল মালিক ও হারুনের ফাঁসির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ব্যবসায়ী জালাল আহমদ, জুয়েল আহমদ, শিক্ষক ময়নুল ইসলাম, সমাজসেবক রাহেন পারভেজ রিপন প্রমুখ। বক্তারা রাসেল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির জোর দাবী জানান।

    প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়া গ্রামের বদরুল ইসলামের ৯ বছরের শিশু পুত্রের সাথে প্রতিবেশি আব্দুল মালিকের ১২ বছরের বালক পুত্রের ঝগড়া হয়। এর জের ধরে ২৮ ডিসেম্বর সকালে দুই শিশুর ঝগড়া বাধলে দুইপক্ষের মহিলারা তাতে যোগ দেন। রাত সাড়ে ছয়টায় পুনরায় ঝগড়া বাধলে এক শিশুর বাবা আব্দুল মালিক অপর শিশুর ভাই রাসেল আহমদের পিটে, ঘাড়ে ও বুকে ছুরি দিয়ে উপুর্যুপরি কুপ দেয়।

    গুরুতর আহত অবস্থায় রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে গত (৩১ ডিসেম্বর) বড়লেখা থানায় একটি হত্যা মামলা (নং-১১) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঘটনার ৫ দিন পর (২ জানুয়ারী) মামলার অন্যতম আসামী আব্দুল মালিকের স্ত্রী রুশনা বেগমকে (৩০) গ্রেফতার করে পুলিশ ।