ছাতকের সংঘর্ষে মামা-ভাগিনা নিহতের ঘটনায় আটক-৬

    0
    988

    এডিশনাল এসপির ঘটনাস্থল পরিদর্শন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৫সেপ্টেম্বর: ছাতকে সংঘর্ষে মামা-ভাগিনা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে কবির আহমদ ও বতু মিয়া নামের দুব্যক্তি নিহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের মৃত আলতাফুর রহমানের পুত্র লিলু আহমদ মস্তান মেম্বার ও একই গ্রামের মৃত আনফর আলীর পুত্র ময়না মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

    শুক্রবার দুপুরে পীরপুর বাজারে লিলু আহমদ মস্তান পক্ষে সেলিম আহমদ ও ময়না মিয়ার পক্ষে কবির আহমদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমদ গুরুতর আহত হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ ১০ব্যক্তি আহত হয়।

    একপর্যায়ে কবির আহমদ ও বতু মিয়ার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘঠে। আটককৃতরা হচ্ছে, পীরপুরের মরতবা আহমদের পুত্র সেলিম আহমদ (২৬), আশরাফ উদ্দিনের পুত্র রাজাউর রহমান রাজা (৪৫), আব্দুল করিমের পুত্র শ্যামল (২৮), ইদ্রিছ আলীর পুত্র ব্যবসায়ী আব্দুল কদ্দুছ (৩৫), সুলতানা বেগম (৩৫), আবদুল করিম (৫০)।

    শনিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের এডিশনাল এসপি আব্দুল মমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।