0
    386

     

    ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক
    কিশোরের মর্মান্তিক মৃত্যু
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুর আলী (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের মন্ডলীভোগস্থ শাহজালাল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলী শাহজালাল আবাসিক এলাকার সুন্দর আলীর পুত্র। প্রত্যক্ষদশীরা জানায়, বন্যার পানি বাড়ীর আঙ্গিনায় আসার পর নৌকায় ওঠে খেলায় খেলা করছিল নুর আলী। এক পর্যায়ে তার হাতে থাকা ভেজা বাশের লগি বিদ্যুতের লাইন স্পর্শ করলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ##
    পরীক্ষায় পাশ ও ভর্তি ফি’র নামে ঘুষ আদায়

    চান মিয়া:

    দু.ঘন্টা সড়ক অবরোধ-
    ছাতকে বাসের চাকায় পিষ্ট দ্বিতীয়
    শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    ছাতকে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তার নাম শেলী বেগম (৭)। সে ধারণবাজারস্থ সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা দু.ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে। এসময় সড়কের দু.দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের খোয়াজ আলীর মেয়ে শেলী বেগম স্কুলে যাবার পথে সিলেট-সুনামগঞ্জ রোডের ধারণবাজার এলাকায় দিরাই থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী মিনিবাস তাকে চাঁপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনার প্রতিবাদে নতুনবাজার হাইস্কুল, দাখিল মাদ্রাসা ও সৈদেরগাঁও প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দু.ঘন্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ পালন করে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন ঘটনাস্থলে এসে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর আইনানূগ ব্যবস্তা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে ময়না তদন্তের জন্যে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী হাইওয়ে পুলিশের অব্যাহত চাঁদাবাজির কারণে সড়ক দূর্ঘটনা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে বলে দাবী করছেন। ##

    ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক
    কিশোরের মর্মান্তিক মৃত্যু
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নুর আলী (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের মন্ডলীভোগস্থ শাহজালাল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলী শাহজালাল আবাসিক এলাকার সুন্দর আলীর পুত্র। প্রত্যক্ষদশীরা জানায়, বন্যার পানি বাড়ীর আঙ্গিনায় আসার পর নৌকায় ওঠে খেলায় খেলা করছিল নুর আলী। এক পর্যায়ে তার হাতে থাকা ভেজা বাশের লগি বিদ্যুতের লাইন স্পর্শ করলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ##
    পরীক্ষায় পাশ ও ভর্তি ফি’র নামে ঘুষ আদায়
    ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে
    সীমাহীন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    ছাতকে বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-আ লিক কেন্দ্রে চিরাচরিত নিয়মে সীমাহীন দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিচালকের স্বেচ্ছাচারিতা ও অবাধ ঘুষ গ্রহণের ফলে এপরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। এনিয়ে এলাকায় চরম অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে।
    জানাযায়, ২০১০সালের ৪মার্চ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ছাতক উপজেলা উপ-আ লিক কেন্দ্র পরিচালক হিসেবে শাহ্ আব্দুল মালেক যোগদানের পর অফিসটি ঘুষ-দূর্নীতি ও নারী কেলেঙ্কারীর আখড়ায় পরিণত হয়ে উঠে। তিনি উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফির নামে অতিরিক্ত টাকা আদায়ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেবার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। জানাগেছে, গত ৫বছর থেকে শাহ আব্দুল মালেক বাউবিতে অধ্যায়নরত এসএসসি-এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নেয়ার সময় ছাত্রছাত্রীদেরকে বলেন, শুধু পরীক্ষায় অংশ নিলেই হবে, খাতায় কিছু লিখা লাগবে না! এসব চা ল্যকর তথ্য পাওয়া গেছে ঘুষ দিতে ছাত্রছাত্রীদের পটানোর সময় মোবাইলে বিভিন্ন রেকর্ডকৃত গোপন ফোনালাপে। এনিয়ে এসব চা ল্যকর তথ্য নিয়ে সর্বত্র ব্যাপক তোলপাড় চলছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্রীর সাথে ফোনালাপের রেকর্ডে দেখা যায়, আব্দুল মালেক ওই ছাত্রীর কাছ থেকে পরীক্ষায় একটি বিষয়ে পাশ করিয়ে দেয়ার কথা বলে ২হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে নির্ধারিত বিষয়ে সে ফেল করায় তিনি করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন। ওই ছাত্রীকে তিনি বলেন, আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও। এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলনা। যেভাবে হউক সামনের পরীক্ষায় তোমাকে পাশ করিয়ে আনবোই। তুমি শুধু পরীক্ষায় অংশগ্রহন কর বাকীটা আমি দেখবো। আরেক ফোনালাপে জানা যায়, একটি মেয়েকে পরীক্ষায় পাশ না করা পর্যন্ত সে যেন তার বাসায় বসবাস করে এমন কথা তাকে তিনি জোর দিয়ে বলেছেন। অপর আরো দু.ছাত্রীর ফোনালাপের রেকর্ড থেকে জানা গেছে, তিনি বিএ/বিএসএস প্রোগ্রাম শুরুর অনেক আগেই ভর্তির জন্য একজন ছাত্রীর কাছ থেকে সাড়ে ৩হাজার ও আরেক ছাত্রীর কাছ থেকে ৪হাজার টাকা হাতিয়ে নেন।
    সংশিষ্ট বোর্ড সূত্রে জানা যায়, ২০১৫-১৬শিক্ষাবর্ষে বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তির শুরুর বিজ্ঞপ্তি ২০১৫সালের নভেম্বর/ডিসেম্বর মাসে ভর্তি বিজ্ঞপ্তি দেয়ার কথা থাকলেও পরিচালক মালেক ইতোমধ্যেই বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য একাধিক ছাত্র/ছাত্রীর কাছ থেকে ব্যাংকে জমা দেয়ার নামে ভর্তি ফি থেকে অতিরিক্ত হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও এসএসসি/এইচএসসি প্রোগ্রামে চলতি বছরে ও নির্ধারিত ফি থেকে জনপ্রতি ২/৩হাজার টাকা করে বেশী নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করেছেন বলে জানাগেছে।
    চলতি ২০১৫সালে বোর্ড কর্তৃক বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য সরকারি ফি বাবদ ২হাজার ৯শ ২৫টাকার স্থলে ৮হাজার থেকে ১০হাজার টাকা করে আদায় করছেন। মার্কশিট উত্তোলনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ফি বাবদ ২শ টাকার স্থালে ১হাজার ও বিএ/বিএসএস মার্কশিটের জন্য ৪শ টাকার স্থলে এক থেকে দেড়হাজার টাকা নেয়া হচ্ছে। অতিরিক্ত ফিয়ের টাকা রশিদ ছাড়া নেয়া হলে ও বলা হচ্ছে এসব টাকা বোর্ডে বিভিন্ন খাতে দিতে হয়। এসব গলাকাটা ফি আদায়ের কবলে পড়ে নাভিশ্বাস উঠেছে অভিবাবক ও শিক্ষার্থীদের। ফলে হত দরিদ্র গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের ফিয়ের টাকার অভাবে লেখাপড়া বিঘিœত হবার আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে শাহ আব্দুল মালেক জানান, আমার বিরোদ্ধে উত্তাপিত অভিযোগগুলো সঠিক নয়। এসব প্রমানিত করতে পারলে আমি চাকুরী ছেড়ে চলে যাবো। কতিপয় লোক ষড়যন্ত্রমূলক এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবী করেন। ##
    চান মিয়া:

    চুনারুঘাটে আদম বেপারী জমির আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:  চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা মাইজগাঁও গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র দালাল জমির আলী ও তার স্ত্রী রেশমা আক্তার সহ দুই জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গত ৮ জুলাই আলোনিয়া গ্রামের মফিল মিয়ার স্ত্রী রেনু বেগম (৩০) কে ডুবাই পাঠিয়েছিলেন জমির আলী ও তার স্ত্রী মিলে। রেনু বেগম ভূইয়াতলী এলাকার আব্দুল মন্নানের কন্যা। ডুবাই পৌছে মেয়েটি তার স্বামীর কাছে মোবাইল করে বলে যে, দালাল জমির আলী ডুবাইয়ের কপিলের কাছ ২ লাখ টাকা নিয়ে রেনু বেগমকে তার কাছে বিক্রি করে দেয় বলে জানান। তারপর থেকে রেনু বেগম প্রায় ২ মাস হয়ে গেছে স্বামীর সাথে ও বাড়িতে টাকা পয়সা পাঠায়নি ও যোগাযোগ করেনি। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাঝে জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তি জমির আলীর বাড়িতে গেলে সে বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শনিবার বিকাল ৪ টার দিকে চুনারুঘাট থানায় হাজির হয়ে রেনু বেগমের স্বামী মফিল মিয়া বাদী হয়ে প্রতারক আদম বেপারী জমির আলী ও তার স্ত্রী রেশমা আক্তার সহ ২ জনকে আসামী করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, মফিল মিয়া বসতবাড়ি বিক্রি করে প্রতারক ও দালাল জমির আলীকে ৩০ হাজার টাকা বিদেশ নেওয়ার জন্য দিয়েছিল। পরে আরও ২০ হাজার টাকার জন্য তার ৯ শতক জমির উপর একটি লিখিত কাগজে দস্তখত করে নেয় জমির আলী। নিরীহ মফিল মিয়া সুবিচার পাওয়ার জন্য ও তার স্ত্রীকে বিদেশ থেকে ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে।
    ফারুক মিয়া:

    চুনারুঘাটে আমুরোড কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ডের অত্যাচারে অতিষ্ট বৃদ্ধ পুরুষ মহিলারা

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট,শংকর শীল: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃষি ব্যাংক আমুরোড বাজার শাখার সিকিউরিটি গার্ড মোঃ মরম আলীর অশালীন আচরণে অতিষ্ট বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্ত পুরুষ মহিলারা। জানা যায়, দু তিন মাস অন্তর অন্তর কৃষি ব্যাংক আমুরোড শাখার ১ ও ২নং ইউনিয়নের বিধবা ও বয়স্ক ভাতা প্রদান করে। সিকিউরিটি গার্ড মরম আলী জড়ো হওয়া লোকদের সঙ্গে বাজে আচরণ করে টাকার বিনিময়ে লাইনে দাড়ানো লোকদের সিরিয়াল ভঙ্গ করে। পাঁচ দু লাইনে দাড়ানো ১নং গাজীপুর ইউনিয়নের মোঃ নূরুল হক জানান, সকাল ১০টা থেকে প্রায় তিন ঘন্টা দাড়িয়েও সিকিউরিটি গার্ড মরম আলীকে টাকা না দেয়ায় টাকা উত্তোলন করতে পারে নাই। ঘটনার অনুসন্ধানে গেলে অনেকেই তার বিরুদ্ধে বাজে আচরণ ও টাকা ছাড়া ব্যাংকে প্রবেশ করতে দেয়না বলে অভিযোগ করেন। ব্যাংক কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করলে বিষয়টি তারা জানেন না বলে জানান।

    #

     

    নড়াইলে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    নড়াইলের লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামে আম গাছ থেকে পড়ে গিয়ে আজিজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
    পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি ছোট আম গাছে উঠার পরে গাছ থেকে পড়ে মারা যায় আজিজ (৬)। সে পদ্মবিলা গ্রামের ইকরামুল ইসলামের ছেলে। #
    সুজয় কুমার বকসী:

     

     

    *** সংযুক্ত ছবির ক্যাপশান : আলোকিত ফেনী ফাউন্ডেশনের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী সহ অতিথিবৃন্দ।

    নবীগঞ্জ বন্ধু সমাজ কল্যান পরিষদের সংবর্ধনায় ওসি আব্দুল বাতেন
    সুন্দর সমাজ প্রতিষ্টায় সামাজিক সংগঠনের বিকল্প নেই
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    পরকালীন মুক্তির প্রত্যাশায় ব্যক্তি ও সমাজ সেবায় নিয়োজিত নবীগঞ্জ বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধু সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে গত শুক্রবার বেলা ২টায় সিলেট রেঞ্জের শ্রেষ্ট ইন্সপেক্টর নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দূর বাতেন খাঁন’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ওসির কার্যালয়ে বন্ধু সমাজ কল্যান পরিষদের প্রতিষ্টাতা সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান কনার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল. নবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নান, বন্ধু সমাজ কল্যান পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ আবু সুফিয়ান, উপজেলা তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আদিল আল-জাবের প্রমূখ।
    প্রধান অতিথির বক্তৃতায় ওসি মোঃ আব্দুল বাতেন খানঁ বলেন, তিনি মনে করেন তার শ্রেষ্টত্বের এই প্রাপ্তি তিনি ও তার ষ্টাফদের নিঃস্বার্থ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সংগঠন ও ব্যক্তি বর্গের সহযোগিতা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তিনি আরো বলেন, একটি সুন্দর সুষ্ট সমাজ গঠনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। পরিেিশষে বন্ধু পরিষদের সদস্য বিলপাড়ী ছাহেব কিবলার নাতি ক্বারী শাহ মোঃ রুহুল আমিনের মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

    নবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:
    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে দলীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্টানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, জেলা ওলামাদলের সহ সভাপতি মাওঃ মোস্তফা আল হাদী, বিএনপি নেতা এমএ রহিম, শেখ আলকাছ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ম আহ্বায়ক ছায়েদ আহমদ, জিতু মিয়া সেন্টু, শাহ রুহেল, হাফিজুর রহমান, মীর বাচ্চু, ইমদাদুল হক, আনসার মিয়া, রানা, সালাম মিয়া, কুতুব উদ্দিন,আবুল হোসেন, জাকির হোসেন, রাহেল ও হুমায়ুন কবির মুরাদ প্রমূখ।