কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা

    1
    1131

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুনঃ ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন কাতার থেকে অন্য কোথাও সরে যাওয়ার কোন সম্ভাবনা একদম নেই বলছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়াহ।মিঃ আত্তিয়াহ বলেছেন, কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা চালানো হচ্ছে।

    যারা প্রচারণা চালাচ্ছে তাদের আরব বিশ্বের প্রতি বর্ণবৈষম্যবাদী বলে আখ্যা দিয়েছেন তিনি।কিছু সংস্থা ও দেশ আরব বিশ্বে বিশ্বকাপ আয়োজন চায়না।“কাতারে বিশ্বকাপ আসলে পুরো মধ্যেপ্রাচ্যের জন্যেই আয়োজন”, বলছিলেন মিঃ আত্তিয়াহ।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা এই প্রচেস্টার বিরুদ্ধে প্রচারনাণা চালাচ্ছে তাদের পরিচয় একদিন প্রকাশিত হবে।

    ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে গত ক’দিন ধরে যে তোলপাড় চলছে তার পটভূমিতে কাতারের বিশ্বকাপ অন্য কোথাও সরে যেতে পারে কিনা সে বিষয়টি উঠে এসেছে।

    কাতার বিশ্বকাপ আয়োজনে দেশটিতে যে ব্যাপক নির্মাণকাজ চলছে তাতে শ্রমিকদের নিপীড়নের অভিযোগে কাতারের ব্যাপক সমালোচনা হয়েছে।বিবিসি