ঝড়ে গাছ পড়ে কালিটি চা-বাগানে অর্ধ কোটি টাকার ক্ষতি

    0
    1049

    চা গাছ বাচাতে চলছে গাছ সরানোর কাজ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মে,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে ঝড়ে বিভিন্নজাতের দুই সহ¯্রাধিক গাছ পড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়,বাগানের ২,৪,৫,৬,৭,৮,৯,১০,১২,১৩ ও ১৪নম্বর সেকশনে বিভিন্নজাতের বেশ কিছু  বড় ধরনের গাছ চা বাগানে চা গাছের উপর পরে যায়, ফলে চা বাগানের চা গাছের অনেক বড় ক্ষতি হয়।এদিকে চা গাছকে বাচাতে ঝড়ে পড়ে যাওয়া বড় বড় আকাশমনি সহ অনান্য গাছ গুলো সরানোর কাজ চলছে।জানা গেছে কালিটি চা-বাগানে ঝড়ে পড়ে যাওয়া বড় বড় আকাশমনি সহ অনান্য গাছ গুলো এক শ্রেণীর অশাধু গাছ ব্যাবসাহিরা  রাতের আধারে চা বাগানের চা গাছ নষ্ঠ করে বড় বড় আকাশমনি সহ অনান্য গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে।

    এ ব্যাপারে কালিটি চা-বাগানে মালিক কয়ছর আহমদ জানান ঝড়ে পড়ে যাওয়া বিভিন্য জাতের গাছ  কেটে সরানো হচ্ছে বড় গাছ না সরালে চা বাগানের চা গাছ নষ্ঠ হয়ে যাবে।তিনি আরো জানান একদিকে আমার চা বাগানে ক্ষতিগ্রস্থ অনন্য দিকে ঝড়ে পড়ে যাওয়া বড় গাছ গুলো রাতের আধারে চুরি করে নিয়ে যাচ্ছে । খুব দ্রুত গাছ গুলো কেটে না সরালে আরো বেশি ক্ষতি হবে।