আইন করে নবীদ্রোহীদের বিচার করার আহ্বান ওলামাদের

    0
    773

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭ফেব্রুয়ারী,এস,এম,সুলতান খান:বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ইসলামী যুবসেনা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইউনিয়ন শাখা ও রাণীগাঁও বাজার সুন্নী সমাজ উন্নয়ন আ’লা হযরত পাঠাগার এর যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী ২৪তম তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরামগণ বলেন কোরআন সুন্নাহর আদর্শ তথা সুন্নীয়তের বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

    কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করতে গিয়ে ওলামায়ে কেরামগণ আরও বলেন, অশান্তির কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ইসলামের পরিপূর্ণ বিধান প্রতিষ্ঠা করার বিকল্প নেই। তাই সকল মতভেদ ভুলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে সমবেত হতে হবে এবং আইন করে লতিফ ছিদ্দিকী সহ সকল নবীদ্রোহীদের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    গত ২৪ থেকে ২৬ ফেব্র“য়ারি ৩দিন ব্যাপী ২৪তম স্থানীয় রাণীগাঁও ইউনিয়ন অফিস ও কলেজ মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। আলহাজ্ব অধ্যক্ষ ছোলাইমান খান রাব্বানী, আলহাজ্ব আব্দুল জাহির তালুকদার (জিলু) ও সরকার মোঃ সফিক মিয়ার সভাপতিত্বে এবং হাজী আব্দুল খালেক, কে এম এমরান, মোঃ উস্তার মিয়া, আব্দুল আউয়াল সুমন, মোঃ মোজাম্মেল সরকার, মোঃ হেলাল তালুকদার ও মোঃ ফারুক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল খায়ের শানু, আতাউর রহমান সরকার তৌফিক, মৌলভী হুসাইন আহমদ।

    তাফসিরুল কোরআন মাহফিল উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল মুনিম চৌধুরী ফারুক। প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন পীরে তরীক্বত আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী।

    প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নূরুল হক চিশতী। তাফসির পেশ করেন আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী (চাঁদপুর), অধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম মোজাহেদী (ঢাকা), আল্লামা এম. এ মান্নান জিহাদী (কুমিল্লা), আল্লামা মোশারফ হোসেন হেলালী (ঢাকা), আল্লামা শফিকুর রহমান বিপ্লবী (লন্ডন), আল্লামা মোস্তাক আহমদ ওয়াইসি (বি-বাড়িয়া), আলহাজ্ব আলী মোহাম্মদ চৌধুরী, অধ্যক্ষ এ কে আফসার আহমদ তালুকদার, শহিদুল ইসলাম, মুফতি মুসলিম খান, শেখ মোশাহিদ আলী, আব্দুল কদ্দুছ নূরী, সালেহ্ আহমদ তালুকদার, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন কাউছারী, কাজী জাহাঙ্গীর আলম ফারুকী, মোশাহিদুল ইসলাম, কাউছার আহমদ তালুকদার, মাওলানা ছুরত আলী, ফরিদ আহমদসহ স্থানীয় মোফাচ্ছিরগণ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ারে আলম, সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল মোস্তফা, বিএসসি জাহেদুল ইসলাম, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুত মিয়া, ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, আজিজ ইকবাল, সাংবাদিক এস. এম. সুলতান খান, সভাপতি হাফিজ আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, সহ-সভাপতি মোঃ বিলাল মিয়া, নাসির উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম হেলাল, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ ইছাক মিয়া, মোঃ খলিলুর রহমান, তারেক আহমদ প্রমুখ। সভায় দানকৃত হাঁসের দুটি ডিম নিলামে ৬৩০ টাকা বিক্রি করা হয়।