Thursday 23rd of May 2019 05:38:09 PM

সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টারঃ যতই দিন যাচ্ছে ততই জমে উঠছে আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন।দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও এর খুব একটা প্রভাব নেই শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে।ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা দুই মেয়াদে চেয়ারম্যান থাকা রণধীর কুমার দেব।

অন্যদিকে তার বিপরীতে লড়ছেন দুই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আফজল হক ও জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীক নিয়ে আব্দুল কাইয়ুম।

এদিকে গতকাল ২৮ জানুয়ারী (বৃহস্পতিবার) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজেদের নির্বাচনী প্রতীক বরাদ্দ নেন প্রার্থীগণ।

প্রতীক বরাদ্দ হবার পরপরই নির্বাচনী আমেজে পুরোপুরি জমে উঠেছে উপজেলার প্রতিটি এলাকা,প্রতিটি রাস্তাঘাট।ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।প্রার্থীদের নির্বাচনী গাড়িগুলো বিভিন্ন রকম নির্বাচনী গান,স্লোগানে মুখরিত করে তুলছেন শ্রীমঙ্গলকে।প্রার্থীরাও পুরোপুরি সরব নিজেদের প্রচারণায়।উঠান বৈঠক,সভা,সেমিনার,মিছিল কোনোকিছুই বাদ যাচ্ছে না তাদের প্রচারণার তালিকায়।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৩ জন।উপজেলার বর্তমান চেয়ারম্যান নৌকার মনোনীত প্রার্থী রণধীর কুমার দেব,উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজল হক,উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃআব্দুল কাইয়ুম।

তবে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে রণধীর কুমার দেব ও আফজল হকের মধ্যে এমনটা মনে করছেন এই অঞ্চলের ভোটাররা।তাদের ধারণা আফজল-রণধীর দ্বৈরথেই বেরিয়ে আসবে শ্রীমঙ্গল উপজেলার নতুন চেয়ারম্যান।দুজনেই সমান তালে এগিয়ে রয়েছেন।দুজনই আওয়ামীলীগের অত্যন্ত হ্যাভিওয়েট নেতা।

উল্লেখ্য,রণধীর কুমার দেব শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।এর আগে তিনি টানা ২ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।তিনি সাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।এছাড়া তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।বর্তমানে তিনি হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্যজোট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী পরিবারের একজন বিশ্বস্তরাজনীতিবিদ হিসেবে বেশ সুনাম রয়েছে রণধীর কুমার দেবের।শ্রীমঙ্গলে আওয়ামীলীগের ক্লিন ইমেজের রাজনীতিবিদদের মধ্যে রণধীর কুমার দেব অন্যতম একজন।

অন্যদিকে উপজেলার চেয়ারম্যান পদে তুমুল আলোচনায় রয়েছেন আফজল হক।এই অঞ্চলের বেশীর ভাগ ভোটারই আফজল হককে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।মূলত সৎ ও ন্যায়পরায়ণ বিচারক হিসেবে পুরো শ্রীমঙ্গলে বেশ কদর রয়েছে আফজল হকের।

তিনি ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।এছাড়াও তিনি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।বর্তমানে তিনি উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া সিলেট বিভাগীয় বৃহত্তর গণদাবী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন শ্রীমঙ্গলের বেশ উন্নয়ন করেন এই চেয়ারম্যান এমনটাই বলে থাকেন উপজেলার ভোটাররা।নিজ কর্মগুণে ১৯৯৮ ইংরেজির সিলেট মিডিয়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান পদকে ভূষিত হোন সাবেক এই চেয়ারম্যান।আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বেশ অনেকবারই প্রতিপক্ষের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামীলীগের এই নেতা।

রাজনৈতিক জীবনে বেশ অনেকবার তিনি বিএনপি জামাত জোটের হামলার শিকার হয়েছেন।সফল ভাবে চেয়ারম্যান থাকাকালীন দায়িত্ব পালন শেষে পরবর্তী নির্বাচনে বেসরকারিভাবে আবারও নির্বাচিত হলেও তৎকালীন বিএনপি-জামাত জোট ক্ষমতা থাকাকালীন তৎকালীন পৌর মেয়র ও বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা ফলাফলে নির্বাচনে হারতে হয় আফজল হককে।আজও যার সাক্ষী শ্রীমঙ্গলের প্রতিটি জনগণ।

উল্লেখ্য,প্রকৃতি কণ্যা শ্রীমঙ্গল মূলত চায়ের রাজধানী হিসেবে খ্যাত পুরো বাংলাদেশে।এই উপজেলার সর্বমোট আয়তন ৪২৫.১৫ বর্গ কিলোমিটার।১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত শ্রীমঙ্গল উপজেলা।সর্বশেষ গণনা অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যা ২,৮৭,৯৮০ জন।২০০৮ সালের ভোটার হালনাগাদ অনুযায়ী মোট ভেটার সংখ্যা ১,৭৩,৩৫১ জন।যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৫০৪ জন এবং নারী ভোটার ৮৭,৮৪৭ জন।সুত্রঃউপজেলা ওয়েবসাইট।

এস এম সুলতান খান,চুনারুঘাট থেকেঃ আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাট উপজেলা সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শহিদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার ১ম শাহাদত বার্ষিকী পালিত। এ উপলক্ষে আজ ১ লা মার্চ সকাল ৮ টা হতে  শহিদের গ্রামের বাড়ী চন্দনাস্থ  পবিত্র কোরআন খতম, খতমে কাজেগান, মিলাদ মাহফিল  অনুষ্টিত হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’ আত আয়োজিত  মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জাহির মেম্বার ও  সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম তরফদারেরর পরিচালনায়  অনুষ্টিত মিলাদ মাহফিলে বক্তব্য  রাখেন বাংলাদেশ  ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী,মাওলানা এ কে আফছার আহমদ কাউসারী, মাওঃ মুশাহিদ আলী,  জেলা সভাপতি অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম, সহসভাপতি কাজী মাওঃ আবুল খায়ের শানু,মাওলানা মতিউর রহমান হেলালী,  উপজেলা সভাপতি আলহাজ্ব  মাওঃ মুসলিম খান, সহসভাপতি মাওঃ মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক মাওঃ মোঃ ইয়াকুত মিয়া, আলহাজ্ব আব্দুস  সালাম তালুকদার, শহীদ আকল মিয়ার বড়ছেলে এডভোকেট মোঃ নাজমুল ইসলাম বকুল,যুবলীগ নেতা এডভোকেট মোঃ আব্দুস সহিদ,চুনারুঘাট উপজেলা যুবসেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, চুনারুঘাট  প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  সাংবাদিক এস এম সুলতান খান, ছাত্রসেনা সেনা কেন্দ্রীয় নেতা কাজী মোঃ হাবিবুর রহমান, জেলা সভাপতি মোঃ নুর উদ্দিন ইবনে মালেখ, মোঃ ওয়াহিদুল ইসলাম এমরান, মাওঃ মামুনুর রশিদ,  আব্দুল আউয়াল সুমন, মোঃ রহমত আলী, আব্দুল্লা আল মামুন, হাফেজ মোঃ নোমান প্রমূখ।
বক্তাগন বলেন শহীদ আকল মিয়ার খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির সরকারের প্রতি দাবী জানান।  কবরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ  থেকে ফুষ্প মুল্য  অরর্পন করেন এবং দাওয়াতে ইসলামীর পক্ষে ফুষ্প প্রদান করে। শহীদের কবর জিয়ারত করেন, রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে, গত বছর ঐ তারিখ ভোর রাতে আকল মিয়া ফজরের নামায আদায় করতে মসজিদে আসার পথে সন্ত্রাসীরা হত্যা করে শহীদ করে ছিল।

সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রণধীর কুমার দেব গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন।

রণধীর কুমার দেব বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।রণধীর কুমার দেব টানা দুই মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।তাছাড়া তিনি সাতগাঁও ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।তাছাড়া তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

তিনি বর্তমানে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।আওয়ামী পরিবারের একজন বিশ্বস্ত রাজনীতিবিদ হিসেবে ইতমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন এই নেতা।রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে জড়িত।প্রবীণ এই নেতা সবসময়ই আওয়ামীলীগের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।আওয়ামী পরিবারের একজন বিশ্বস্ত ও ত্যাগী নেতা হিসেবে তাই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকার প্রার্থী হিসেবে টানা তৃতীয়বার জয়ের লক্ষে নির্বাচন করছেন প্রবীণ এই নেতা।

বেনাপোল থেকে এম ওসমান: অবৈধ প‌থে ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই কিশোরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
শুক্রবার (০১ মার্চ) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা কিশোরেরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনিখালী গ্রামের কিরণ মন্ডলের ছেলে সুজয় মণ্ডল (১৫) ও চাঁনখালি গ্রামের বিমলের ছেলে মিলন (১৬)।
জানা যায়, সংসারে অভাব অনাটনের কারণে গত ২ বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে এরা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে ধ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ নারী আইনজীবী সমিতির যশোর অফিসের আইনজীবী নাসিমা আক্তার
কিশোরদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাহলে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর নীতি-আদর্শের বিরুদ্ধে এবং দলীয় শৃংখলা পরিপন্থি কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে ৯নং রানীগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক আল-মামুন জমাদার এবং ১নং গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মো: ছালেক মিয়া ও ২নং ওয়ার্ড শাখার সভাপতি মো: আ: শহীদ মুন্সীকে স্বপদ হইতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হইল।

গত ২৮ ফেব্র“য়ারী ২০১৯ইং রাতে চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে স্বপদ হইতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তি

বেনাপোল থেকে এম ওসমান: যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ (৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবা‌দে জানা যায়,দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণে টাকা নিয়ে বেনাপোল থেকে খু্লনার দিকে যাচ্ছেন এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি পিকআপভ্যান থামিয়ে দুই জনের শরীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ ‘ভোটার হব ভোট দেব’ এই প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হয়েছে ভোটার দিবস উদযাপন। এ উপলক্ষে  আজ সকালে  শ্রীমঙ্গল উপজেলার প্রশাসন ও নির্বাচন কমিশন এর আয়োজনে উপজেলা চত্বরে “ভোটার হব ভোট দেব” এই শ্লোগানকে উপলক্ষ্য করে এক আনন্দ ঘন পরিবেশে পালন করা হয়েছে “জাতীয় ভোটার দিবস-২০১৯”। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‍্যালী ও আলোচনার সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণসহ অন্যান্য নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।   

প্রসঙ্গত, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এখন থেকে ভোটার দিবসের দিন থেকেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। তবে এবার মার্চজুড়ে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় পহেলা এপ্রিল থেকে হালনাগাদের কাজ শুরু হবে। তিনি আরও জানান, এবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একইসঙ্গে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের তথ্য আগেভাগেই সংগ্রহ করা হবে। এতে ইসির কাজ অনেক সহজ হয়ে যাবে।

ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল

নড়াইল প্রতিনিধিঃ তৃতীয় দফার উপজেলা নির্বাচনে নড়াইলের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকে প্রার্থীরা ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ম শুরু করেছেন।
এদিকে ঋণখেলাপির অভিযোগে ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন-নড়াইল সদর উপজেলায় তৌহিদুল ইসলাম এবং লোহাগড়ায় বিএম কামাল হোসেন ও শেখ রবিউল করিম। তবে তারা আপিল করেছেন।
এদিকে নড়াইলের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী রাশিদুল বাসার ডলার, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু (স্বতন্ত্র), লোহাগড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র), লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (স্বতন্ত্র) এবং এনপিপির প্রার্থী (ছালু) মারুফ মোল্যার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, নড়াইল পৌর যুবলীগের আহবায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মিলন কুমার মল্লিক ও এনপিপির (ছালু) নুরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
কালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃ পদ ঘোষ, বতর্মান উপজেলা চেয়ারম্যান ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান শামীমুর রহমান, কালিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদ ও এনপিপির (ছালু) প্রার্থী নূর আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সদর উপজেলায় সাত, লোহাগড়ায় সাত ও কালিয়ায় ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদরে চার, কালিয়ায় পাঁচ ও লোহাগড়ায় ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। নড়াইলের তিনটি উপজেলায় তৃতীয় ধাপে আগামি ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা:  চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়াস্থ ঐতিহ্যবাহী আমুরোড আখঞ্জী দরবার শরীফের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ঠ পুঁথি সাহিত্যিক ও লিখক পীরে তরীক্বত মুর্শিদুনা শাহ সুফি হযরতুল আল্লামা শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) এর ৪২ তম ঐতিহাসিক ওরশ মোবারক ও ইমাম আহমদ রেযা-শাহ শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা গত ২৭ ফেব্রুয়ারি বুধবার বিকাল ২ ঘটিকা হইতে দিবা-রাত্র ব্যাপী দরবার শরীফের মাদ্রসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করবেন দরবার শরীফের গদীনশীন পীর আলহাজ্ব মাওলানা শাহ্ জালাল আহমদ আখঞ্জী।

উক্ত ওরশ ও মাদ্রাসার বার্ষিক মাহফিলে এতে প্রধান আকর্ষণ হিসেবে তাকরির পেশ করবেন অধ্যক্ষ মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ান রযভী,ঢাকা। বিশেষ অতিথি উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবুল কাশেম ফজলুল হক, ঢাকা।প্রধান বক্তা মাওলানা হাফেজ ওয়ালি উল্লাহ আশিক্বী আলক্বাদেরী, ঢাকা, মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওঃ মুুুহিউদ্দিন আখঞ্জী, মাওঃ নাছির উদ্দিন আখঞ্জী।

  

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc