Saturday 18th of August 2018 03:58:10 PM

সিদ্দিকুর রহমানকে ১০দিনের মধ্যে স্বপদে বহাল করতে হবে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে ১লা আগষ্ট থেকে ১০দিনের মধ্যে স্বপদে বহাল করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করার জন্য বিদ্যালয় ম্যানিজিং কমিটিকে নির্দেশ দিয়েছেন সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুছ। স্বপদে বহাল করা হয়েছে তার লিখিত ভাবে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মোস্তফা কামালকে জানানো নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আবারও কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানাযায়। এবং সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি (স্বারক নংঃ সিশিবো/প্রশা-২১/আঃ আঃ কঃ/৬৭৩)চিঠি দেওয়া হয় সবাইকে।

গত বুধবার (০১আগষ্ট) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতি হাইকোর্টের রায় অবমানা ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের কতৃক প্রেরিত নির্দেশনা দিয়ে কয়েকটি চিঠি প্রেরনরে পরও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি তা অমান্য করায় তাদের ডেকেছিলেন সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার নিজ কার্য্যালয়ে। এই সময় বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার ও ম্যানিজিং কমিটির সভাপতি আবুল খায়েরসহ ম্যানিজিং কমিটির কয়েকজন সদস্য ও সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে এই নির্দেশ দেন বলে জানাযায়।
উল্লেখ্য,বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মিলে বিদ্যালয়ের অসস্থিকর পরিবেশ সৃষ্টি করে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান কে ১৭,০১,১৭ইং তারিখে চাকুরী চুতি করেন। চাকুরী ছাড়তে বাধ্য করেন তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট এর নির্দেশীত ৩সদস্য বিশিষ্ট্য এই বিষয়ে হাইকোর্টে রিট মামলা নং ১৫৪৩৩দায়ের পর একটি তর্দন্ত কমিটির তদর্ন্তে প্রমান পাওয়া যায় এবং হাইকোর্ট ৯০দিনের মধ্যে স্বপদে বহাল করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে। তার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট সচিব মোহাম্মদ মোস্তফা কামাল আহমদের স্বাক্ষরিত ০৫,০৩,১৮ইং তারিখে হাইকোর্টের রায় বাস্থবায়নের জন্য একটি পত্রে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে স্বপদে বহাল রেখে বিদ্যালয়ে দায়িত্বপালন করার নির্দেশ দেন বিদ্যালয় পরিচালনা কমিটিকে। কিন্তু কমিটি তা অমান্য করে।

এরপর আবারও ০২,০৪,১৮ইং পুনরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট চেয়ারম্যান বরাবর মহামান্য হাইকোর্টের রায় বাস্থবায়ন করার জন্য আবেদন করেন। এই আবেদনে সুনামগঞ্জ ১আসনের এমপি সাহেবের সুপারিশ ও ছিল। সেই আবেদনের কোন প্রতিকার না পেয়ে আবার হাইকোর্টে রিট মামলা নং ৭৭৫৫/২০১৮দায়ের করেন। সেখানেও মহামান্য হাইকোর্ট ৩০দিনের মধ্যে পূর্ন বহাল করার রায় প্রধান করেন। রায় বাস্থবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট আবেদন করেন চাকুরী চুত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। এত কিছুরপরও মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সবাইকে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে যোগ সাজোসে গত ১৯জুলাই সুনামগঞ্জ জেলা থেকে প্রকাশিত একটি পত্রিকায় শেষ পৃষ্টায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন,বুধবার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি সভাপতিসহ কয়েকজন সদস্য ও আমাকে সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুছ স্যার ডেকেছিলেন এবং হাইকোর্টের রায় ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের কতৃক প্রেরিত নির্দেশনা মান্য করে আমাকে ১০দিনের মধ্যে বিদ্যালয়ে স্বপদে বহাল করার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে। সেই নির্দেশনার একটি চিঠি ও দিয়েছেন সবাইকে।

এখন আমি অপেক্ষায় আছি আর বিশ্বাস করি বিদ্যালয় পরিচালনা কমিটি হাইকোর্টের রায় ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের কতৃক প্রেরিত নির্দেশনা মেনে নিয়ে আবারও বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার কাজে সব কিছু ভুলে আমাকে সবাই সহযোগীতা করবেন।

সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি, বর্তমানে ফ্রান্স প্রবাসী এবং ফ্রিল্যান্স সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পিতা আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ ডাক্তার) আর নেই।
সোমবার (২৩ জুলাই ২০১৮) বিকেল ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব সিরাজুল ইসলাম ১৯৪৬ সালে ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশোনা শেষে সরকারি শিক্ষক হিসেবে কর্মজীবনে যোগদান করেন। একপর্যায়ে তিনি চাকুরী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যান। এরপর দেশে ফিরে গাছবাড়ি বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হোসেন ফার্মেসি পরিচালনা করেন। তিনি একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আর্তমানবতার সেবায় তিনি ১৯৯৯ সালে গ্রামের বাড়ির পাশে ঢাকনাইল দক্ষিণ কমিউনিটি ক্লিনিকের জন্য  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে জমি দান করেন।
বর্ণাঢ্য কর্ম জীবনের অধিকারী সমাজসেবী আলহাজ্ব সিরাজুল ইসলামের মৃত্যুতে গোটা এলাকা সহ দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। স্যোশাল মিডিয়া ফেসবুক জুড়ে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই স্ট্যাটাস আপলোড করেছেন। অনেকেই তার মৃত্যুর সংবাদ শোনে  সিলেট শহরের মিরাবাজার আগপাড়ার বাসায় ছুটে যান।
সোমবার বাদ মাগরিব মিরাবাজার আগপাড়া জামে মসজিদে প্রথম জানাযার নামাজ এবং রাত ৯ টায় গাছবাড়ি কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয়  জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গাছবাড়ি মাদ্রাসা মাঠে জানাযার নামাজে ইমামতি করেন সিলেট ৫ আসনের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। মিরাবাজার জামে মসজিদে ইমামতি করেন মসজিদের ইমাম। বিপুল সংখ্যক মানুষ উভয় জানযায় অংশ গ্রহণ করেন। পরে সিলেট শহরের মানিকপীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম এবং কনিষ্ঠ ছেলে সোয়েব আহমদ  বর্তমানে ফ্রান্সে স্হায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে দিলদার হোসেন শামীম কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজের পরিচালক, আরেক কনিষ্ঠ ছেলে সাইফুর রহমান শিপু বর্তমানে গ্রীসে রয়েছেন।
এদিকে, আলহাজ্ব সিরাজুল ইসলামের মৃত্যু সংবাদ পেয়ে ফ্রান্সে বসবাসরত তার আত্বীয়স্বজন ও কমিউনিটির নেতৃবৃন্দ পৃথক দোয়া মাহফিল আয়োজন করেন। মরহুমের কনিষ্ঠ ছেলে সোয়েব আহমদের প্যারিসের বাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জাফর তালহা। এতে অংশ গ্রহণ করেন ব্যবসায়ী হারুন মিয়া, মরহুমের বড় ছেলে সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, নাতি এনাম আহমদ, কামাল তাজ, সোহেল, আহমদ মোরাদ চৌধুরী শামীম, ছাত্রনেতা খায়রুল আলম মাজেদ প্রমুখ।

বিভিন্ন মহলের শোক: সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পিতা, সমাাজসেবী আলহাজ্ব সিরাজুল ইসলামের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি,কানাইঘাট উপজেলা  পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন,উপাধ্যক্ষ লোকমান হোসাইন, বিশিষ্ট কলামিস্ট ও কানাইঘাটের উলামায়ে কেরাম গ্রন্থের লেখক আব্দুর রহিম, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন,গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. হান্নান,বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম, সহ সম্পাদক আব্দুন নূর,ক্রীড়া সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ,সদস্য কাওছার আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার প্রকাশনা সম্পাদক, সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন আল মিজান, কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলামিস্ট মহি উদ্দিন,ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাবেক  সভাপতি নুরুল আম্বিয়া, ঢাকনাইল মডেল কিন্ডার গার্ডেনের সাবেক প্রধান শিক্ষক ও আরব আমিরাত প্রবাসী ফয়জুল ইসলাম জাহিদ, ঝিংগাবাাড়ি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, মেম্বার সাইদুর রহমান, মামুন রশীদ বাবুল, আজমল চৌৌধুরী, সহ  শিক্ষক ফখরুল ইসলাম, সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট তাজ উদ্দিন মাখন, নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্টাতা ও লন্ডন প্রবাসী আহমেদ ইকবাল চৌধুরী, বিএনপি নেতা ও সৌদি আরব প্রবাসী কামাল উদ্দিন, গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সাবেক সেক্রেটারি রোটারেক্টর আমিনুল ইসলাম, সাবেক ছাত্র লীগ নেতা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মহি উদ্দিন সুহেল, সাবেক যুবলীগ নেতা ও দুবাই প্রবাসী ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  জামিল আহমদ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, সাবেক ছাত্র লীগের নেতা ও সৌদি আরব প্রবাসী সায়েম আহমদ, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান মোঃ মিনহাজুল আবেদিন, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান আফজাল হোসেন তুহিন, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস এর সভাপতি রোটারেক্টর মাহবুব কামালি, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রোটারেক্টর ইমদাদুর রহমান ইমদাদ,ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহবায়ক ফয়ছল আহমদ দ্বীপ, সদস্য সচিব মোহা. আব্দুল মালেক হিমু, সিনিয়র সদস্য মাহবুব হোসাইন, একাত্তার টিভির ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ, অধ্যাপক অপু আলম, এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ূয়া, নয়া দিগন্তের নুরুল ইসলাম, বাসু গোস্বামী, সুনন্দন বড়ুয়া, মিশুক হোসাইন । ফ্রান্স কমিউনিটি ব্যক্তিদের মধ্যে শোক প্রকাশ করেছেন, আয়েবার মহাসচিব কাজি এনায়েত উল্লাহ , ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম সেলিম,  সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতি ফ্রান্সের সাধারন সম্পাদক সুব্রত ভট্টাচার্জ শুভ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেনু মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক জালাল খান, সাংবাদিক মান্নান আজাদ, স্বরলিপি শিল্পি গোষ্টির সভাপতি এমদাদুল হক স্বপন, শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন প্রমুখ ।

ডেস্ক নিউজঃ কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া থেকে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা সোলিমান মুলাটার (৩৮) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।দুদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বেলা ১১টায় তার লাশের সন্ধান মেলে।

৩৮বছর বয়সী ইথিওপীয় নাগরিক গত বছর থেকে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটারের। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় নির্ণয় করা হয়েছে।

পুলিশ বলেছে, নিগত সোলিমান গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআর হয়ে কর্মরত ছিলেন। প্রেমঘটিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউএনএইচসিআরের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে কর্মস্থলে যেতে বের হওয়ার পর থেকে দু’দিন নিখোঁজ ছিল।

ডেস্ক নিউজঃ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (০১ আাগস্ট) রাতে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।আজ এই নির্দেশ কার্যকর করতে সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকবে।’

অপর একটি সুত্রে জানা যায়,বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে এক তাৎক্ষণিক সভায় তিনি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং শিক্ষামন্ত্রী বলেন, ‘উক্ত দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সকলে শোকার্ত।’

প্রসঙ্গত,গত রোববার কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

আকস্মিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ফলে আজ বহু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের স্কুলে এসে ঘুরে যেতে দেখা গেছে এতে করে তাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিভাবকদের দাবী।

ডেস্ক নিউজঃ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শহীদ রমিজ উদ্দিন কলেজের নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়ে তাঁর হাসির জন্য ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি দিয়াদের বাসায় যান। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন।

শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

দিয়ার বাবা জাহাঙ্গীর আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নৌপরিবহনমন্ত্রী তাঁকে বলেন, তিনি অন্য একটি প্রসঙ্গে হেসেছিলেন। তখনো জানতেন না সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সাংবাদিকেরা বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেন। তাঁর হাসিতে সবাই দুঃখ পেয়েছে জেনে তিনি আগেই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। এখন নিজে এসে তাঁদের পরিবারের কাছেও ক্ষমা চান।

জাহাঙ্গীর নৌপরিবহনমন্ত্রীকে বলেছেন, যা-ই হোক না কেন, তিনি সড়কে নিরাপত্তা চান। তিনি চান তাঁর মেয়ের অছিলায় হলেও সড়ক দুর্ঘটনা বন্ধ হোক। অদক্ষ চালকদের হাতে আর স্টিয়ারিং না থাকুক। তাঁর মেয়ে অন্যদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছিল। শুধু চালকের খামখেয়ালির কারণে তাঁর মেয়েটা মারা গেছে।

গত রোববার বিমানবন্দর সড়কে জাবালে নূর নামের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হয়। ঘটনার দিন সচিবালয়ে সাংবাদিকদের হাসিমুখে প্রতিক্রিয়া জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। প্রথম আলো

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় মেয়ে শারমিন আক্তার সিমা (২৪) হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সিমার অসহায় মা জাহানারা খাতুন। আইনের আশ্রয় নিয়েও পুলিশের গড়িমসির কারণে কোন বিচার পাচ্ছেন না তিনি। সোমবার বিকালে শার্শা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়।

এ সময় বেনাপোল বড় আঁচড়ার শফিকুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন তার লিখিত বক্তব্যে জানান, ৯ বছর পূর্বে বেনাপোল বড়আঁচড়া (মাঠ পাড়া) গ্রামের আক্তার হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৮)’র সাথে তার মেয়ে শারমিন আক্তার সিমা (২৪) বিবাহ হয়। তাদের সংসার সুখেই কাটছিল। এরই মাঝে তাদের কোল জুড়ে আসলো একটি কন্যা সন্তান নাজমিন আক্তার ফুল এবং সীমা ৩’মাসের অন্তসত্বা ছিলেন। হঠাৎ তাদের সুখের সংসারে আগুন লাগাতে যন্ত্রণা নামের এক মেয়ে এসে হাজির হলো।

সিমার স্বামী নাজমুল হোসেন যন্ত্রণার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং তাহাদের সংসারে বিভিন্ন কুমন্ত্রণা দেয়। গত রমজানের  ঈদের আগের দিন রাতে নাজমুল হোসেন  ও পরিবারের অন্যান্য সদস্যসহ শারমিন আক্তার সিমাকে পরিকল্পিত ভাবে মাদক পানে বেহুশ করিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার পর ”শারমিন আত্মহত্যা” করেছে বলে প্রচার করতে থাকে।

বর্তমানে বাদীর মা বেনাপোল বন্দর থানায় হাজির হয়ে মামলার খোঁজ খবর নিতে চাইলে বেনাপোল পোর্ট থানার তদন্ত কর্মকর্তা বাদির কথায় কোন কর্নপাত না করে বলে ময়না তদন্তের রির্পোট আসলে আমরা দেখব।  দৃশ্যত; মনে হচ্ছে বাদীর সাথে বেনাপোল বন্দর থানার তদন্ত কর্মকর্তা গড়িমসি করতেছে। এদিকে বিবাদীগন প্রতিনিয়ত বাদীকে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিয়ে চলেছে। বাদি তার স্বামী-সন্তান নিয়ে খবুই আতংকের মধ্যে আছেন। এমতাবস্থায় শারমিন আক্তার সিমার হত্যার বিচার দাবি করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বেনাপোল পোর্র্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আমি নতুন এই থানায় যোগদান করার পর এই মামলার বিষয়ে আমার কাছে কেহ কোন অভিযোগ করতে আসেনি। অভিযোগ আসলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

“বশির বক্স সভাপতি,বাদশা সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন”

কমলগঞ্জ প্রতিনিধিঃ বুধবার(০১আগষ্ঠ) বেলা আড়াইটায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরার সভাপতিত্বে কমলগঞ্জের আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সভায় গোপন ভোটের মাধ্যমে ৩নং ওয়ার্ড সদস্য বশির ঊক্সকে সভাপতি ও তরুণ সমাজকর্মী মো. জসিম উদ্দিন বাদশাকে সহ সভাপতি নির্বাচিত করায় তাদেরকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক জুযেল আহমেদ,বংগবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও বদরুন নাহার ভূঁইয়া বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ ভূইঁয়া,কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইয়ম ঊক্ত প্রমূখ।

মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াছমিন প্রাচীনতম ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন। ১১সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষানূরাগী (মহিলা) হেলেন বেগম, শিক্ষানূরাগী (পুরুষ) মো. হাজির বক্স ,অভিভাবক সদস্য মো. আব্দুস শহীদ,হনুফা বেগম,সাফারুন বেগম, মাধ্যমিক প্রতিনিধি মৌলানা শফিকুর রহমান শিক্ষক প্রতিনিধি নাসিমা আক্তার ও সদস্য সচিব মোছা. আনোয়ারা বেগম।

এ সময় কমলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মোশাহিদ আলী ও কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৬ জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাচীনতম এ বিদ্যালয়ের প্রথম নির্বাচনে মো. জসিম উদ্দিন(বাদশা) সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আবু তাহির,ফ্রান্স: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ সিলেট এর ১২৫ বছরপূর্তি উৎসব ও পূণর্মিলনী’২০১৮ উদযাপিত এবং “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচিত হলো।

“এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ফ্রান্স” -এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আলী আশরাফ মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় ও সাংবাদিক আবু তাহিরের সার্বিক সহযোগীতায় পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য এম.সি কলেজের সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির কনভেনর ও জিপি কেয়ার সার্ভিস লি. ইউ.কে এর ডাইরেক্টর ডা. মোশাররাফ হুসেইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের কমিউনিটি নেতা টি.এম.রেজা, যুক্তরাজ্য এম.সি কলেজ সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির দুই যুগ্ম আহ্বায়ক সলিসিটর এম.আব্দুল হামিদ টিপু ও , মনসুর আহমদ খান। এসময় আরো বক্তব্য রাখেন ওয়াহিদ বার তাহের ,এনায়েত হোসেন সোহেল , হেনু মিয়া, তৌফিকা সাহেদ ,আব্দুল মান্নান আজাদ, অজয় দাস , আজহারুল ফয়সল, মনির আহমদ।

“শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্ধ, কমিউনিটি নেতৃবৃন্ধ ও সাবেক সকল শিক্ষার্থীবৃন্ধ। পরে সাংবাদিক আবু তাহির অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং প্রধান অতিথি সাবেক সকল শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন। এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইংল্যান্ড থেকে আগত প্রধান অতিথি ডা. মোশাররাফ হুসেইন, বিশেষ অতিথি এম.আব্দুল হামিদ টিপু ও মনসুর আহমদ খানকে ক্রেস্ট প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন সভাপতি মো: আলী আশরাফ মাসুম ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদ।

আলোচনা পর্বে, “এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,ফ্রান্স” এর পক্ষ থেকে স্বাগতিক বক্তব্য প্রদান করেন আশরাফ হোসেন মাসুদ, জাকির হোসেন সুয়েব, জিয়াউর রহমান, মো: সালাহ উদ্দিন, সাইদুর রহমান সাইদ, রাজু এইচ আহমদ, মাহবুব আহমদ, সুমা দাস, শামসুল ইসলাম, আকরাম খান ও আফসার উদ্দিন আহমদ .

বক্তারা এ অনুষ্ঠান ও “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের ভূয়সী প্রশংসা করে বলেন ফ্রান্সে এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রথম উপহার দিলো এম.সি কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং ফ্রান্সে বাঙালী কমিউনিটির মধ্যে “শিকড়ের টানে” সাহিত্য স্মারকের মতো এত বৃহৎ কলেবরে ও দেশ বরেন্য বহু গুণী লেখকদের সমন্বয়ে ম্যাগাজিন এটাই প্রথম।

সভাপতির সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,আপনাদের সকলের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলেছে। এবং এরই মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।