৮ দফা দাবিতে নড়াইলে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

    0
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চ,নড়াইল প্রতিনিধিঃ   জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন কর্তৃক সুপারিশকৃত প্রস্তাবিত ‘ বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন সহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

     বুধবার (২১ মার্চ) দুপুর ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বি ত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  বাংলাদেশ দলিত ও বি ত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি নড়াইল জেলা শাখার সভাপতি সুমন কুমার দাস, সহ-সভাপতি রমেন বিশ^াস, সাধারণ সম্পাদক বীরেন বিশ^াস, কমিটির সদস্য বিনয় দাস, খোকন রজত দাস, রনজিত দাস, রহিম মিয়া, সুখচান বিশ^াস প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের সকল জেলায় দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ, দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ, পরিচ্ছন্নকর্মীদের  স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ বিতরণ, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, দলিত জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের বিশেষ উপবৃত্তির ব্যবস্থা, পাবলিক বিশ^বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা প্রবর্তন, সরকারী চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার দাবি জানান।

    মানববন্ধনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি নড়াইল জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।