৭এপ্রিল কানাডার আদালতে পদ্মা সেতু দুর্নীতির মামলা

    0
    208

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ

    বহুল আলোচিত ও সমালোচিত  পদ্মা সেতুর দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী ৭ এপ্রিল কানাডার আদালতে শুরু হচ্ছে। এ মামলার অন্যতম সাক্ষি বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মোস্তফা ইতোমধ্যে পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা যায়। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আনিসুল হক বলেন, আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে ২ বার কানাডা সফর করেছি। তখন আমি আদালতের কাছে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়েছিলাম। কিন্তু সেসব দেয়া হয়নি। পরবর্তীতে আমাদের কাছে মামলার সার্টিফাইড কপি পাঠানো হয়েছে। সেগুলো দুদকে সংরক্ষিত আছে। এখন আমি দুদকের কেহ নই।