৫নং কালাপুর ইউপিতে জবাবদিহিতামূলক গণশুনানী সম্পন্ন

    0
    269

    শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে-P4D প্রকল্পের আওতায়  ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিতকরণে জনঅংশগ্রহণ আমাদের অঙ্গীকার গণশুনানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন মোঃ রুকনউদ্দিন উপ-পরিচালক স্থানীয় সরকার, মৌলভীবাজার। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল।

    আরও উপস্থিত ছিলেন, শমসের খান সহ-সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা আ’লীগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান (মুজুল) ।

    গণশুনানী অনুষ্ঠান উপস্থিত কালাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিক বৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর মিয়া বিভাগীয় সমন্বয়কারী, পিফরডি প্রকল্প বৃটিশ কাউন্সিল। নুরুল ইসলাম প্রধান শিক্ষক, ভৈরবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাহবুবুল আলম জেলা সমন্বয়কারী গ্রাম আদালত প্রকল্প ইউএনডিপি প্রতিনিধি, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হামিদুর রহমান নির্বাহী পরিচালক, ম্যাক বাংলাদেশ, শ্রীমঙ্গল।

    আরও উপস্থিত ছিলেন, ডাঃ আমিনুল ইসলাম কাজল,কাশ্মীর আহমেদ নাহিদ সাধারন সম্পাদক, কালাপুর ইউনিয়ন ছাত্রলীগ, হাবিবুর রহমান লোবন SAF লিডার, পিফরডি প্রকল্প, ও অত্র পরিষদের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

    আগের লিংকটি দেখুন।

    আজ কালাপুর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক গণশুনানী