৫০ক্যাটাগরিতে ভিসা প্রদানের ঘোষণা কানাডার

    0
    218

    আমারসিলেট24ডটকম,০৫মেঃ কানাডা পৃথিবীর উন্নত দেশগুলোর একটি।এটি উত্তর আমেরিকার একটি দেশ।অর্থনৈতিক সক্ষমতাএবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে কানাডার অর্জন অন্য দেশগুলোর কাছে ঈর্ষণীয়। উন্নতজীবন-যাপন ব্যবস্থা এবং আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা থাকার কারণে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ “নায়াগ্রা” জলপ্রপাতের এই স্বপ্নের দেশটিতে পাড়ি জমায়। দেশটির সরকারও জাতিগত বৈচিত্র্য ধরে রাখার লক্ষ্যে সকল অভিবাসীদের সাদরে বরণ করে নেয়। পাশাপাশি বিভিন্ন কর্মসূচির অধীনে অভিবাসনেইচ্ছুকদেরকে কানাডায় পাড়ি জমানোর সুযোগও করে দেয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি আবার ৫০টি ক্যাটাগরিতে দক্ষ শ্রমিকদের ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, স্বাস্থ্য, প্রকৌশল, ব্যবসায় ও তথ্য-প্রযুক্তিসহ একাধিক খাতে কাজ করতে সমর্থ এবংঅভিবাসনে ইচ্ছুক ব্যক্তিরা ভিসার জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী যোগ্যবলে প্রমাণিত হলে নিঃশর্তে পূর্ণকালীন কাজের ভিসা প্রদান করা হবে। কানাডা সরকার আরও জানিয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা নিজেই সরাসরি অনলাইনে আবেদন করতেপারবেন। কোন মধ্যস্ততাকারী কিংবা দালালের প্রয়োজন নেই। আগামি ৪ মে থেকে এইকর্মসূচির আওতায় আবেদনপত্র  গ্রহণ করা হবে বলে একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। সুত্রঃ ইন্টারনেট।