৪৬ বছর পর কমলগঞ্জে ১০ শহীদকে মরনোত্তর সম্মাননা

    0
    346

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫ডিসেম্বর,কমলগঞ্জ প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে মুক্তিযুদ্ধের ৪৬ বছর পর ইউনিয়নের ১০ জন শহীদকে বৃহস্পতিবার শহীদ বৃদ্ধিজীবী দিবসের দিবাগত রাত ৮টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ আনুষ্ঠানিকভাবে প্রথম কোন মরনোত্তর সম্মানা প্রদান করা হয়। ইউপি সদস্য নারায়ন মল্লিক এর স ালনায় সংস্থার সভাপতি আব্দুল হান্নান চিনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শহীদ পরিবার সদস্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিদ ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার নির্মল কুমার দাশ, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু।বক্তব্য প্রদানকালে প্রতিক্রিয়া ব্যক্ত করে শহীদ আব্দুস শহীদের নাতনী ফারহানা আক্তার জুলি বলেন, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। মুক্তিযুদ্ধের সময় দাদা পাক হানাদারদের হাতে শহীদ হয়েছেন। দীর্ঘ ৪৬ বছরেও শহীদ হিসাবে সম্মান পায়নি তাদের পরিবার। আজ এ সম্মাননা পেয়ে গর্ববোধ করছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শহীদ পরিবারদের পক্ষে জোর দাবি বিভিন্ন ক্ষেত্রে উপজাতি, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে কৌটা সুবিধা সবাই পায়। অথচ দেশের জন্য শহীদ হয়েও শহীদ পরিবার এ সুবিধা পাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী যেন এ বিষয়ে দৃষ্টি দেন।
    শহীদ আব্দুল করিমের ছেলে আব্দুল মতিন বলেন, দীর্ঘ ৪৫ বছর পর তার মা গত বছর মারা গেলেন। তিনি দলীয় নেতার মা হিসাবে নেতৃবৃন্দরা দেখতে এলেন। অথচ এত বছর একজন শহীদের স্ত্রী হিসাবে কেউ দেখতে এলেন না। আজ দেশে শহীদ পরিবাররা অবহেলিত। দীর্ঘ দিন পর হলে স্থানীয় এই সামাজিক সংগঠন প্রথম বারের মতো ১০ শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অলি আহমদ খান, হিফজুর রহমান বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।