৩কোটি টাকায় নির্মিত ব্রীজ উদ্বোধনঃ১ মাসের মধ্যে ফাটল

    0
    228

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭মার্চ,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ  সারী-গোয়াইন সড়কের পুড়াখাই নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুড়াখাই ব্রীজ উদ্বোধনের ১ মাসের মধ্যে ব্রীজের সাইটে (এর্পোচ) ফাটল দেখা দিয়েছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা রকম কৌতুহল সৃষ্টি হয়েছে। এক বছর পুর্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে কোটি টাকা মুল্যে পুড়াখাই ব্রীজটি  টেন্ডার দেওয়া হয়। সরকারী নিয়ম অনুযায়ী ঠিকাধারী প্রতিষ্টান কাজটি সম্পন্ন করে। কাজ শেষে চলতি বৎসরের  ৯ ফেব্রুয়ারী বিকেলে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ২৩২-সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ব্রীজটির শুভ উদ্বোধন করেন।
    এদিকে গত ২১ ফেব্রুয়ারী সিলেটের উত্তরপূর্ব অঞ্চল জৈন্তা গোয়াইনঘাট কানাইঘাট অঞ্চলে হালকা বৃষ্টি হয়৷ এই হালকা বৃষ্টির প্রভাবে ব্রীজটি দক্ষিণ পাশের (এর্পোচ) বড় ধরনের ফাটল দেখা দেয় ফলে ঝুকি নিয়ে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। অপরদিকে এলকাবাসীর মাঝে কাজের মান নিয়ে ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক, বিলাল উদ্দিন, আব্দুর রশিদ স্থানীয় সাংবাদিক সহ একাধিক এলাকাবাসী জানান ব্রিজটিতে নিম্ন মানের পাথর, মাটি মিশ্রিত বালু দিয়ে ব্রীজের কাজ করার ফলে হালকা বৃষ্টির কারনে এর্পোচ ফাটল দেখা দিয়েছে। বড় ধরনের বৃষ্টিপাত হলে ব্রীজ ভেঙ্গে যেতে পারে। তারা অারও জানান সরেজমিন তদন্ত পূর্বক ঠিকাদার প্রতিষ্টানের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
    ঠিকাধারী প্রতিষ্টান এসই-টিইএল(জেবি) এর প্রোপাইটার তোফায়েল’র সাথে মোবাইল (০১৭১১৩৩১৪৮২) ফোনে আলাপ কালে তিনি ফাটলের বিষয় স্বীকার করে প্রতিবেদককে জানান আমি ফাটলের খবর পেয়েছি। দু’এক দিনের মধ্যে সৃষ্ট ফাটল পুনরায় মেরামতের ব্যবস্থা করব। তবে নিম্ন মানের বালু পাথর ব্যবহারের বিষয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান৷