২৩০ কোটি টাকার কয়লা গায়েবে ১৯ জনের বিরুদ্ধে মামলা

    0
    255

    অপরাধ ডেস্কঃ সম্প্রতি প্রচারিত ও প্রকাশিত বড়পুকুরিয়া খনির প্রায় ২৩০ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় খনির ১৯ কর্মকর্তার নামে দায়েরকৃত এজাহারটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

    বুধবার (২৫ জুলাই) দুপুরে মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম জানান, বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপক (প্রশাসন) আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ৩০, তারিখ- ২৪/০৭/২০১৮। মামলাটি দুদকের তালিকাভুক্ত হওয়ায় তা দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

    ওই মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, সাময়িক বরখাস্ত মহাব্যবস্থাপক (মাইন অপারেশন), খালেদুল ইসলাম, সাময়িক বরখাস্ত উপ-মহাব্যবস্থাপক (স্টোর), প্রকৌশলী মো. হাবিব উদ্দিন আহমদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে ওএসডি), আবুল কাশেম প্রধানিয়া, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব, মোশারফ হোসেন ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন), মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস), অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট), আরিফুর রহমান, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন), জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (ডিজাইন, কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স), একরামুল হক, উপ-ব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট), খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট), মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন), হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট), জাহিদুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট), সত্যেন্দ্র নাথ বর্মন, সহকারী ব্যবস্থাপক (ভেনটিলেশন ম্যানেজমেন্ট), সৈয়দ ইমাম হাসান, ব্যবস্থাপক (নিরাপত্তা), জোবায়ের আলী, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং অ্যান্ড অপারেশন), আব্দুল মান্নান পাটওয়ারী, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং গোপাল চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)।