২১ফেব্রুয়ারী দু’বাংলার মোহনায় মাতৃভাষা দিবস উদযাপন

    0
    234

    এম ওসমান : দু’বাংলার মোহনায় “বেনাপোল-পেট্রাপোল সীমান্তে” আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বেনাপোলে এক মত বিনিময় সভা হয়েছে।

    শুক্রবার বিকেলে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেনাপোল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

    বেনাপোল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ ২০২০ কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় ২১ ফেব্রুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় জাকজমকপূর্ণ ভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠণসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ  করা হয়।

    উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব আলহাজ্ব নুরুজ্জামান।

    এসময় উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের সদস্য ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ- দৌলা অলোক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, নেতা মোস্তাক হোসেন স্বপন, সাবেক চেয়ারম্যান প্রফেসর নওসের আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যজিৎ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, যুবলীগ নেতা জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা আল ইমরান, আল আমিন রুবেল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব প্রমুখ।