১ কোটি সাড়ে ২১ লাখ টাকার চেক বিতরণে ড. আব্দুস শহীদ

    0
    267

    মিনহাজ তানভীরঃ  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগান অধ্যুষিত এলাকা রাজঘাট ইউনিয়ন পরিষদে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় ১২টি চা-বাগানের ২ হাজার ৪২৯ জন চা-শ্রমিকের মাঝে এককালীন অর্থ সহায়তার প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকার চেক বিতরণ করেন।

    আজ ১৬ই সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিজনে ৫ হাজার টাকা করে ২ হাজার ৪২৯ জনকে ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

    অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে অনুদানের চেক চা-শ্রমিকদের মাঝে বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

    আরও উপস্থিত ছিলেন, রাজঘাট চা-বাগানের জেনারেল ম্যানেজার মাইনুল হাসান, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি।শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

    জানা গেছে,পর্যায়ক্রমে শ্রীমঙ্গল উপজেলায় ৭ হাজার ৪৮৫ চা-শ্রমিকের মাঝে প্রতি জনকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা বিতরন হবে।